Advertisement
Advertisement
Home Cleaning

ঘরজুড়ে বাজে গন্ধ? ৭ উপায়ে খুব সহজেই দূর করুন

ছয় নম্বর পয়েন্টটা অবশ্যই পড়ুন।

try these Home Cleaning tips for fresh air
Published by: Akash Misra
  • Posted:May 11, 2024 5:15 pm
  • Updated:May 11, 2024 5:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ঘরের ভিতর সব সময়ই একটা স্যাঁতসেঁতে গন্ধ! বুঝতেই পারছেন না কীভাবে দূর হবে? চটজলদি এই গন্ধ দূর করতে রুম স্প্রে ব্যবহার করছেন। কিন্তু সমস্যা দূর হচ্ছে না। চিন্তা নেই। খুবই সহজেই ঘরোয়া উপায়ে দূর করতে পারেন বর্ষার গন্ধ। কীভাবে?

১) স্য়াঁতসেঁতে গন্ধ দূর করতে ঘরের একটি উঁচু জায়গায় বাটিতে কিছুটা ভিনিগার ঢেলে রেখে দিন। দেখবেন ভিনিগার ঘরের গন্ধ শুষে নেবে। ঘরে একটা ফ্রেশভাব আসবে।

Advertisement

২) বাজারে সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেই মোমবাতি জ্বালিয়ে রাখুন। দেখবেন ঘর থেকে গন্ধ দূর হবে।

[আরও পড়ুন: দীপিকার সঙ্গে বিয়ের সব ছবি মোছার ২৪ ঘণ্টার মধ্যেই ‘অন্য’ মজলিশে মত্ত রণবীর সিং!]

৪) বৃষ্টির সময়ে জানলা বন্ধ রাখলেও থেমে গেলে জানলা খুলে দিন। ঘরে মুক্ত হাওয়া আসতে দিন। এতে বাইরের ঠান্ডা হাওয়া এসে ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে যাবে।

৫) জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। বর্ষায় সপ্তাহে এক বার করে পর্দা কেচে নিন। প্রয়োজনে পর্দায় রুম স্প্রে ব্যবহার করুন। দেখবেন ঘরে সুন্দর গন্ধ খেলা করবে।
৬) ঘরের এককোণায় এক বাটি জলে লেবুর রস মিশিয়ে রেখে দিন। এতে ঘরের মধ্য়ে ফ্রেশভাব বজায় থাকবে।

৭) ঘর মোছার জলে কপূর ফেলে দিন। সেই জল দিয়ে ঘর মুছলে ঘরের স্য়াঁতসেঁতে ভাব দূর হবে।

[আরও পড়ুন: রেলকর্মীদের সঙ্গে ভলিবল খেললেন অক্ষয়, ‘খিলাড়ি’র মারপ্যাঁচে মুগ্ধ নেটপাড়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement