Advertisement
Advertisement
Vastu Tips

শুভ কাজে বাধা! বাড়িতে নেগেটিভ এনার্জি নেই তো? প্রতিকার জেনে রাখুন

যাঁরা বিশ্বাস করেন, তাঁরা মানেন।

Here are some Vastu Tips for negative energy in home

ছবি: সংগৃহীত

Published by: Suparna Majumder
  • Posted:July 14, 2024 2:25 pm
  • Updated:July 14, 2024 2:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর।” শুভ শক্তির অস্তিত্ব যেমন রয়েছে, তেমনই অশুভ শক্তির প্রভাবও রয়েছে। আপনার ঘরেই তার প্রভাব থাকতে পারে। কীভাবে টের পাবেন? কিছু লক্ষণ রয়েছে। যাঁরা বিশ্বাস করেন, তাঁরা মানেন। বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন –

negative-Home-woman
ছবি: সংগৃহীত

বাড়ির কোনও সদস্য ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছেন। ডাক্তার-বদ্যি দেখিয়েও কোনও ফল মিলছে না।
কোনও শুভ কাজের জন্য খুব চেষ্টা করছেন। শেষ মুহূ্র্তে গিয়ে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। সাফল্য কাছে এসেও ধরা দিচ্ছে না।
সুযোগ পাচ্ছেন। কিন্তু কিছুতেই সেগুলো কাজে লাগাতে পারছেন না। কোনও না কোনওভাবে বাধা পড়ছে।
বিনা কারণে আলস্য বোধ হচ্ছে। কোনও কাজ করতে ইচ্ছে করছে না। অদ্ভুত একটা নিরুৎসাহ কাজ করছে।
নিজের বাড়িতে থাকতেই অস্বস্তি লাগছে। নিরাশা চরমে পৌঁছে যাচ্ছে। এমনকী মাঝে মধ্যে আত্মহত্যা করার কথাও মনে হচ্ছে।
বাড়ির কোনও এক সদস্য অস্বাভাবিক আচরণ করছেন। সবসময় ঝগড়া-অশান্তি লেগে রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত Horoscope: বাধা-বিঘ্ন নাকি কর্মফল লাভ? কী আছে ভাগ্যে? জেনে নিন রাশিফল ]

এমনই কিছু বিষয় যদি প্রতিনিয়ত আপনার বাড়িতে ঘটে থাকে। তাহলেই বুঝবেন নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। সমস্যা থাকলে তার সমাধানও থাকে। তবে শুধু ঈশ্বরে বিশ্বাস রাখলেই হবে না। আপনাকেও কয়েকটি পদক্ষেপ নিতে হবে।

আগেকার দিনের গুরুজনেরা ঘর-দোর পরিষ্কার রাখার উপর জোর দিতেন। সেটি সত্যিই জরুরি। বাড়ির মধ্যে টবে ছোট ছোট গাছও লাগাতে পারেন। এতে পজিটিভ এনার্জি পাওয়া যায়।
জলে লেবুর রস, নুন, সাদা ভিনিগার মিশিয়ে নিন। তারপর তা দিয়ে দরজা ও জানলা ভালো করে মুছে নিন। পাপোশের নিচে সন্ধক লবন দিয়ে তা দরজার সামনে রাখতে পারেন। এতে নেগেটিভ এনার্জি দূরে থাকে।

Doormat

ঘর মোছার সময় তাতে সামান্য নুন মিশিয়ে নিতে পারেন। এতেও ভালো ফল পাওয়া যায়। দেখবেন দুপুরবেলা কারও বাড়িতে কিছু পাঠাতে হলে মায়েরা তাতে একটু নুন দিয়ে দেন।
গ্লাসের মধ্যে একটু জল নিয়ে তাতে নুন মিশিয়ে বাথরুমের কোনও একটি জায়গায় রেখে দিতে পারেন। এতে নেগেটিভ এনার্জি দূর হয়।
ধূপের গন্ধ পজিটিভ এনার্জি দেয়। ঘরে ঢুকে এই গন্ধ পেলেই দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। তথ্য সংগৃহীত। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়।

[আরও পড়ুন: আম্বানিদের অনুষ্ঠানে কেমন হবে শাশ্বতর সাজ? জানালেন ডিজাইনার অভিষেক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement