Advertisement
Advertisement

Breaking News

Durga Puja Home Decor

উৎসবের মরশুমে ঘর সাজান আলোয় আলোয়, রইল টিপস

আলোর জোরেই দূর হবে অন্ধকার।

Durga Puja Home Decor: This Puja Light up your home with these trendy lights

ছবি: সংগৃহীত

Published by: Suparna Majumder
  • Posted:September 13, 2024 8:52 pm
  • Updated:September 14, 2024 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের (Durga Puja) মরশুমে সাজগোজের পাশাপাশি ঘর গেরস্থালিরও গোছগাছও দরকার। এমন সময় আলোই তো মনকে ভালো রাখে। না হয় একটু ভিন্ন ধরনের আলোতে সাজালেন (Home Decor) শখের ড্রয়িংরুম বা ব্যালকনি। মন তো ভালো হবেই, অতিথিরাও আপনার ঘর সাজানোর প্রশংসায় পঞ্চমুখ হবেন। শুধু অন্ধকার দূর করতেই নয়, গৃহসজ্জাতেও আলো কিন্তু অপরিহার্য অঙ্গ। কীভাবে?  চলুন দেখে নিই।

প্রত্যেকের বাড়িতে খালি কাঁচের বোতল তো থাকেই। তা সে সুরাপানের বোতল হোক বা শেষ হয়ে যাওয়া সসের বোতল। প্রথমে বোতলগুলি ভাল করে ধুয়ে শুকিয়ে নিন। এবার দেরাজে পড়ে থাকা টুনি লাইটগুলো তার ভিতরে ঢুকিয়ে দিন, চাইলে বাইরেও জড়িয়ে দিতে পারেন। অপূর্ব আলোর রোশনাইয়ে সৃষ্টি হবে। আর আপনার মন ভালো হয়ে যাবে।

Advertisement
Light 1
ছবি: সংগৃহীত

আমরা সাধারণত কোনও ভালো ছবি কিংবা কারুকাজ করা সুন্দর মূর্তি দিয়ে দেওয়াল সাজাই। তবে পুজোর সময় আপনি আপনার দেওয়ালকে আলো দিয়ে সাজিয়ে তুলুন। চাইলে লাইট দিয়ে নাম লিখতে পারেন, নয়তো কোনও চিহ্ন বা প্রতিকৃতি তৈরি করতে পারেন।

[আরও পড়ুন: শিল্পীরা ‘সফট টার্গেট’, কাজে ফিরলেই ট্রোলড! প্রতিবাদে গর্জে উঠলেন বাবুল সুপ্রিয়]

চাইলে বাড়িতেই রঙিন কাগজ বা কাপড় দিয়ে ‘কান্ডিল’ তৈরি করে নিতে পারেন। কোনও দোকান বা রেস্তরাঁর বাইরে দেখেছেন হয়তো রঙিন কান্ডিলের ভিতরে লাইট লাগানো। দেখতে বড় সুন্দর লাগে।

light 2
ছবি: সংগৃহীত

বাড়ির বাগান, ছাদ কিংবা বারান্দায় গাছ রয়েছে? তাহলে আর কী টুনি লাইটগুলো সুন্দর করে গাছের ছোট ছোট ডালে পেঁচিয়ে দিন। তারপর সুইচবোর্ডের সঙ্গে কানেক্ট করে অন্ধকারে আলো জ্বালিয়ে দিন। ব্যাস, আপনার মনের সমস্ত বিষন্নতা নিমেষে দূর হয়ে যাবে।

প্রত্যেকের বাড়িতে খালি কাঁচের বোতল তো থাকেই। তার ভিতরে টুনি লাইট ভরে দিন। চাইলে বাইরে জড়িয়েও দিতে পারেন। পুজোর সময় আপনি আপনার দেওয়ালকে আলো দিয়ে সাজিয়ে তুলুন। চাইলে লাইট দিয়ে নাম লিখতে পারেন।

[আরও পড়ুন: সকালে ভালো, বিকেলে ব্যথায় কাতর, এ কোন সমস্যার ইঙ্গিত?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement