দিয়েগো মরিসিও। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের ম্যাচে বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছেন দিয়েগো মরিসিও। সোশাল মিডিয়ায় এমন অভিযোগ আনল তাঁর ক্লাব ওড়িশা এফসি। তবে নির্দিষ্ট কোনও ম্যাচ বা কোনও ক্লাবের সমর্থকদের কথা তারা উল্লেখ করেনি। বিশ্ব ফুটবল প্রায়ই উত্তাল হয় বর্ণবিদ্বেষী আক্রমণের ঘটনায়। সাধারণত ভারতীয় ফুটবলে এই ধরনের ঘটনা দেখা যায় না। এবার সেই অভিযোগ আনল ওড়িশা।
সোশাল মিডিয়ায় ওড়িশা এফসির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘এটা খুবই উদ্বেগজনক যে দিয়েগো মরিসিও সম্প্রতি বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছেন। এই ধরনের ঘটনা সহ্য করা উচিত নয়। শুধু খেলাধুলো নয়, সমাজে বর্ণবিদ্বেষের কোনও স্থান নেই। বর্ণবিদ্বেষ একতা ও সম্মানের বিরোধী। যা খেলার জগতের স্পিরিট বজায় রাখার ক্ষেত্রে বাধা তৈরি করে। আর ফুটবল এই পারস্পরিক সম্মানের কথাই বলে।’
তাদের আরও বক্তব্য, ‘কারও জাতি বা জন্মস্থান যেখানেই হোক না কেন, সবাইকে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে দেখা উচিত। সংস্কার ও অন্ধ আচরণের ঊর্ধ্বে উঠে ফুটবল মাঠে সবাই নিজের সেরাটা দিতে চায়। ওড়িশা এফসি ও বৃহত্তর ফুটবল সমাজ এই ধরনের আচরণের তীব্র প্রতিবাদ করছে।’ এই পরিস্থিতিতে মরিসিওর পাশে দাঁড়াচ্ছে ওড়িশা। তারা জানিয়েছে, ‘দিয়েগোর বিরুদ্ধে যে ঘৃণ্য আচরণই হোক না কেন, ক্লাব তাঁর জন্য সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।’
বৃহস্পতিবার যুবভারতীতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছে ওড়িশা। তার আগে ঘরের মাঠে ‘জাগেরনট’রা ড্র করেছিল মুম্বইয়ের বিরুদ্ধে। ওড়িশা ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আইএসএলের লিগ টেবিলে এই মুহূর্তে তৃতীয় স্থানে দাঁড়িয়ে আছে।
| It is extremely concerning and intolerable that Diego Mauricio has been the target of recent racial taunts. Any kind of racism has no place in either society or sports. In addition to undermining the spirit of fair play, it goes against the… pic.twitter.com/PL9F7kBJxY
— Odisha FC (@OdishaFC) December 13, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.