Advertisement
Advertisement
Cristiano Ronaldo

জর্জিনার সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন রোনাল্ডো! ইউটিউবে সিআর৭-এর ইঙ্গিতে শুরু নতুন জল্পনা

নিজের ইউটিউব চ্যানেলে কী ইঙ্গিত দিলেন রোনাল্ডো?

Cristiano Ronaldo drops a massive hint that he is now married with partner Georgina Rodriguez
Published by: Arpan Das
  • Posted:August 22, 2024 8:35 pm
  • Updated:August 22, 2024 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি নিজের ইউটিউব খুলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তার পরই গড়ে ফেলেছেন নতুন রেকর্ড! যেভাবে ফুটবল মাঠে অসংখ্য নজির গড়েছেন, সোশাল মিডিয়াতেও সেভাবেই দাপটের সঙ্গে উপস্থিত সিআর৭। আর সেখানেই নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বড়সড় ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। যা দেখে ভক্তদের অনুমান জর্জিনার সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন রোনাল্ডো।

পর্তুগিজ তারকা বুধবার নিজের ইনস্টাগ্রামে জানান, এবার নয়া অবতারে সোশাল মিডিয়ায় ধরা দিতে চলেছেন তিনি। ইতিমধ্যেই ফেসবুক, ইনস্টাগ্রামের মতো একাধিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি যথেষ্ট জনপ্রিয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতে রয়েছে তাঁর নাম। সমস্ত সোশাল মিডিয়া মিলে তাঁর ৯০০ মিলিয়ন (৯০ কোটি) ফলোয়ার রয়েছে। কিন্তু নিজের ইউটিউব চ্যানেল UR Cristiano খুলতেই নয়া রেকর্ড। প্রকাশিত হওয়ার মাত্র ৯০ মিনিটের মধ্যেই রোনাল্ডোর চ্যানেলের সাবস্ক্রাইবার ছাড়িয়ে গিয়েছে ১ মিলিয়ন! ইউটিউবের ইতিহাসে আগে এমনটা ঘটেনি বলেই জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: প্রথমবার লর্ডসে মহিলাদের টেস্ট, ঐতিহাসিক ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি ভারত]

সেখানে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে গল্পে মেতে ওঠেন তিনি। কিন্তু ভক্তদের নজর এড়ায়নি তাঁদের কথোপকথন। সেখানে জর্জিনাকে ‘স্ত্রী’ বলে ডাকেন রোনাল্ডো। এমনকী অনেকে দুজনের হাতে বিয়ের আংটিও দেখেছেন বলে বক্তব্য। তার পরই শুরু হয় গুঞ্জন, তাহলে কি দুজনের বিয়ে হয়ে গিয়েছে? দিন কয়েক আগেও একটি ফিটনেস ব্র্যান্ডের প্রচারেও পর্তুগিজ মহাতারকার মুখে ‘স্ত্রী’ সম্বোধন শোনা যায়। কিন্তু নিজের ইউটিউব চ্যানেলে রোনাল্ডোর মুখে এই কথা শোনার পরই উচ্ছ্বসিত ভক্তরা।

[আরও পড়ুন: চন্দ্রকান্ত পণ্ডিত কি ‘মিলিটারি কোচ’? মুখ খুললেন কেকেআর তারকা ফিল সল্ট]

২০১৬ থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা। তাঁদের একটি সন্তানও রয়েছে। সব মিলিয়ে পাঁচ সন্তান রয়েছে আল নাসর তারকার। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি তাঁরা। নিজেদের এনগেজমেন্টের কথা প্রকাশয়ে ঘোষণাও করেনি। দীর্ঘদিন ধরে ভক্তরা অপেক্ষা করে আছেন এই সুখবরের। তার মধ্যেই ইউটিউবের বক্তব্যে শুরু নতুন জল্পনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement