Advertisement
Advertisement
Jwellery

গয়নাতেও এবার ভোটের ছোঁয়া, কোথায় মিলবে অভিনব এই জাঙ্ক জুয়েলারি?

ভোটের দিন সবার নজর কাড়তে পরতেই পারেন এই গয়না।

try these Jwellery for Vote seasone
Published by: Akash Misra
  • Posted:April 25, 2024 6:38 pm
  • Updated:April 25, 2024 6:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  উৎসব-অনুষ্ঠান মানেই তো নতুন পোশাক। নয়া ফ্যাশন। ভোটও সেই অর্থে গণতন্ত্রের উৎসব। বাকি মরশুমের মতো এক্ষেত্রেই বা নতুন ফ্যাশন আসবে না কেন? আলবাৎ হবে! এর আগে এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল পোশাকে ভোটের ছোঁয়া। আর এবার সেই ট্রেন্ড মেনেই গয়নাতেও উঠে এল লোকসভা ভোট।

[আরও পড়ুন: গরমে চুল নিয়ে নাজেহাল? রকমারি হেয়ার স্টাইলের টিপস রইল ফ্যাশনিস্তাদের জন্য]

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। জাঙ্ক জুয়েলারির বাজার এখন সরগরম ভোটের গয়নায়। যেখানে লকেটে ঝুলছে মা, মাটি, মানুষ। রয়েছে পদ্মফুল বা গেরুয়া রংও। এমনকী, কাস্তে হাতুড়ির রয়েছে লকেটের ডিজাইনে। গড়িয়াহাট থেকে হাতিবাগান শহরের সব জায়গাতেই পেয়ে যাবেন এই ভোটের গয়না। ঢাকুরিয়ার দক্ষিণাপণ থেকে উত্তর কলকাতার উত্তরাপণ সব জায়গাতেই সহজে পেয়ে যাবেন এই গয়না। এমনকী, সোশাল মিডিয়াতেও নানা বুটিক বুটিক এই ধরনের গয়না বিক্রি করছেন।

Advertisement

সবদলের প্রার্থীরা বলছেন, সকাল সকাল ভোট দিন। তাই ভোটের দিন সবার নজর কাড়তে পরতেই পারেন এই গয়না। দেখবেন, আপনার পাড়া-পড়শিরা এসব দেখে হতবাক হয়ে যাবে।

[আরও পড়ুন: দাড়ি কাটার পর গাল জ্বালা করে? খুব সহজেই দূর হবে সমস্যা, রইল টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement