সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পদ এবং সৌভাগ্যের দেবীকে বাড়িতে স্বাগত জানানোর উৎসব ধনতেরাস। সোনা ও হিরের গয়না কেনার মাধ্যমেই এই উৎসব উৎযাপন করার রীতি। আগামী ২৯ অক্টোবর এই উৎসবকে কেন্দ্র করে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এল ‘চমক ভরা ধনতেরাস’। যা চলবে আগামী ২১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত। সোনা ও হিরের গয়নার বার্ষিক এই প্রদর্শনীতে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় একগুচ্ছ অফার।
গয়নার সম্ভারের মধ্যে রয়েছে হাতে তৈরি সোনা ও হিরের গয়না, ঐতিহ্যপূর্ণ এবং হালফিলের আধুনিক ডিজাইনের বিয়ের গয়না যা সকলের নজর কাড়বে। চোখ ধাঁধানো অথচ সাধ্যের মধ্যে হিরের গয়না আর শ্যাম সুন্দর জুয়েলার্সের নিজস্ব ডিজাইনার কালেকশন ও গ্রহরত্নের সম্ভারও তো আছেই। কী ধরনের বিশেষ অফার থাকছে? শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সকলের পছন্দের এমন একটি গয়না প্রতিষ্ঠানের নাম যারা এই আলো, খুশি আর আনন্দ উৎসবের সময়কে আরও বিশেষ করে তুলতে ক্রেতাদের জন্য রেখেছে সুন্দর উপহার আর অফুরান শুভেচ্ছা।
জানা যাচ্ছে, সোনার গয়নার কেনাকাটায় থাকছে প্রতি গ্রামে ৪১০ টাকা ছাড়। অন্যদিকে হিরের গয়না তৈরির মজুরিতে থাকছে ১০০% ছাড়। এরই পাশাপাশি রোজই থাকছে লাকি ড্রয়ে স্বর্ণমুদ্রা জেতার সুযোগ। মেগা ড্রয়ে থাকছে ৩টি স্কুটি জেতার সুযোগও। এছাড়াও থাকছে অন্যান্য সুযোগ, পরিষেবা এবং সোনায় সোহাগা অফার (গয়না কেনার জন্য বিশেষ ডিসকাউন্ট স্কিম), পুরনো সোনার গয়না বদল করে নতুন গয়না কেনার সুবিধা এবং সোনা ও রুপোর কয়েন কেনার সুযোগ। এছাড়া রুপোর বাসনপত্র ও রুপোর তৈরি পুজোর সামগ্রীও থাকছে। সব মিলিয়ে এমন এক বিশেষ উপহার যা দীপাবলির উজ্জ্বল আলো আর দীপ্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। ‘চমক ভরা ধনতেরাস’ অফারটি শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর ত্রিপুরার ( আগরতলা, ধর্মনগর ও উদয়পুর) সব ক’টি শোরুম এবং কলকাতার সব ( গড়িয়াহাট, বেহালা ও বারাসাত) শোরুমেও পর্যন্ত চলবে।
কিছুদিন আগে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ‘চমক ভরা ধনতেরাস’-এর ১৯তম বর্ষে ‘ধনতেরাস ড্যাজেল’ কালেকশনের উন্মোচন করেন সংস্থার দুই ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা। রূপক বলেন, ”ধনসম্পদ এবং সমৃদ্ধির দেবতাকে বাড়িতে স্বাগত জানানোই এই ধনতেরাসের উদ্দেশ্য। আমাদের এই ‘চমক ভরা ধনতেরাস’ ১৯ বছর আগে শুরু হয়েছিল। ক্রেতারা ওই বিশেষ দিনে যাতে সোনা, হিরে ও রুপোর গয়না কিনে তাঁদের পরিবারের সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে পারেন সেটাই উদ্দেশ্য। যত সময় এগিয়েছে, ততই এই ‘চমক ভরা ধনতেরাস’ তার ব্যাপ্তিতে বড় হয়েছে। দিনগুলো আরও সুন্দর করে তুলতে সোনা ও হিরের সুন্দর সম্ভারের পাশাপাশি আমরা লাকি ড্র ও অফারের বিশেষ ব্যবস্থাও করি।”
এদিকে অর্পিতাকে বলতে শোনা যায়, ”আমরা আমাদের প্রিয় ক্রেতাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাদের উপর নিরন্তর তাঁদের ভরসা বজায় রেখেছেন। তাদের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ। যাতে নিত্যনতুন ডিজাইনের গয়না সম্ভার নিয়ে আসতে পারি। যা তাঁদের অর্থের সঠিক মূল্যায়ন করার পাশাপাশি মনের সাধও পূরণ করবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.