Advertisement
Advertisement

Breaking News

M Baazar

M Baazar গ্র্যান্ড চৈত্র সেল! ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, দুর্দান্ত অফারে লেটেস্ট ট্রেন্ড

চৈত্র ও পয়লা বৈশাখের উৎসবমুখর সময়ে নতুন জামাকাপড় কেনা শুধু রীতি নয়, এ এক আলাদা অনুভূতিও।

M Baazar grand chaitra sale offer, upto 50 percent discount
Published by: Kishore Ghosh
  • Posted:April 11, 2025 1:15 pm
  • Updated:April 12, 2025 11:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় ফ্যাশন রিটেল ব্র্যান্ড এম বাজার (M Baazar) এবার নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ফ্যাশন অফার ‘গ্র্যান্ড চৈত্র সেল’! চৈত্র ও পয়লা বৈশাখের উৎসবমুখর সময়ে নতুন জামাকাপড় কেনা শুধু রীতি নয়, এ এক আলাদা অনুভূতিও। সেই অনুভূতিকে আরও স্মরণীয় করে তুলতে M Baazar নিয়ে এল জামাকাপড় ও অ্যাক্সেসরিজে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়!

Advertisement

১৯০টিরও বেশি আউটলেট নিয়ে আটটি রাজ্যে বিস্তৃত M Baazar বছরের পর বছর ধরে ভারতীয় ক্রেতাদের ফ্যাশনের চাহিদা পূরণ করে চলেছে। পুরুষ, মহিলা, শিশু- সবার জন্যই M Baazar-এ রয়েছে লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী জামাকাপড় ও ফ্যাশন অ্যাক্সেসরিজ। স্টাইলিশ মেনসওয়্যার, ট্রেন্ডি লেডিসওয়্যার বা ছোটদের জন্য আরামদায়ক এবং মজাদার জামাকাপড় M Baazar -এ আছে সব কিছু। তাও আবার দারুণ ডিসকাউন্ট অফারের সঙ্গে। এই চৈত্র সেলে আপনি পেতে পারেন প্রতিদিনের প্রয়োজনীয় জামাকাপড় থেকে শুরু করে
পার্টিওয়্যার সব এক ছাদের নিচে, সেরা দামে।

দেখুন ভিডিও: 

M Baazar-এর প্রতিটি জামাকাপড় তৈরি হয় উন্নত মানের ফেব্রিক দিয়ে। যাতে আপনি এবং আপনার পরিবারের প্রতিটি সদস্য পায় শ্রেষ্ঠ অনুভূতি। এই চৈত্র মাসে নিজেকে দিন নতুন লুক, আর আপনার পরিবারের সবার জন্য আনুন আনন্দের নতুন পরিধান। এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। M Baazar-এর নিকটবর্তী আউটলেটে গিয়ে দেখে নিন বিশাল কালেকশন, অবাক করা অফার, অসংখ্য ডিসকাউন্ট আর উপভোগ করুন কেনাকাটার আনন্দ।

 

M Baazar একটি বিশ্বাসযোগ্য ফ্যাশন ব্র্যান্ড। যেটি বহু বছর ধরে পূর্ব ভারতের চাহিদার মতো আধুনিক জামাকাপড় সরবরাহ করে আসছে। M Baazar যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টাইল আর ঐতিহ্যের মেলবন্ধনে ফ্যাশনকে জনসাধারণের কাছে সাধ্যের মধ্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর। চৈত্র সেল শুরু হয়ে গেছে, তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আর স্টাইলে মাতুন M Baazar -এর সঙ্গে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement