Advertisement
Advertisement

Breaking News

Diwali Special

বাংলা টেলিভিশনে দিওয়ালি ধামাকা! ‘কথা আলোর ফুলঝুরি’তে কার আগমন হল?

সিরিয়ালের হাত ধরেই এই নায়িকার অভিনয়ের 'সাতকাহন' শুরু হয়েছিল।

This Actress to comeback in Diwali Special episode of Bengali Serial
Published by: Suparna Majumder
  • Posted:October 27, 2024 12:36 pm
  • Updated:October 27, 2024 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের রেশ বাংলা টেলিভিশনের অন্দরেও পৌঁছে গিয়েছে। সিরিয়ালে এবার দিওয়ালি ধামাকা। তাও আবার দীপাবলির আগেই। রবিবারই স্টার জলসায় দেখা যাবে দিওয়ালি স্পেশাল এপিসোড ‘কথা আলোর ফুলঝুরি’। তাতেই বহুদিন বাদে ছোটপর্দায় কামব্যাক করছেন টলিপাড়ার জনপ্রিয় নায়িকা।

কে তিনি? ছবি দেখে অনেকেই নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন। যাঁরা এখনও বুঝতে পারেননি, তাঁদের জন্য জানিয়ে রাখা প্রয়োজন, এই ছবি টালিগঞ্জের মিষ্টি মনামী ঘোষের। যাঁকে বহুদিন পর আবারও বাংলা টেলিভিশনের পর্দায় দর্শকরা দেখতে পাবেন। মাধুরী দীক্ষিতের ‘আজা নাচলে’ গানের ছন্দে নেচেছেন মনামী। তারই শুটিংয়ের ভিডিও এল প্রকাশ্যে।

Advertisement

সিরিয়ালের হাত ধরেই শুরু হয়েছিল মনামীর অভিনয়ের ‘সাতকাহন’। সিনেমার পাশাপাশি অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘এক আকাশের নিচে’, ‘একদিন প্রতিদিন’, ‘বিন্নি ধানের খই’, ‘পুন্যি পুকুর’, ‘ইরাবতীর চুপকথা’র মতো ধারাবাহিক। শেষ অভিনেত্রীকে দেখা গিয়েছিল রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এর দুই মরশুমের বিচারক হিসেবে। তার পর এতদিন বাদে মনামী ছোটপর্দার ফ্লোরে শুটিং করলেন।

Monami 1

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছিলেন মনামী। আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে ‘ফণীবাবু যুগ যুগ জিও’ সিনেমায়। আদিকা প্রোডাকশনস প্রযোজিত এবং রাজু মজুমদার পরিচালিত এই সিনেমায় মনামীর জুটি বেঁধেছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে। দুজনের বয়সের ফারাক প্রচুর। তাতে অবশ্য মনামীর কোনও সমস্যা নেই। বরং তিনি চিত্রনাট্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী। এর আগে সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, অসম বয়সের এই জুটিই বড়পর্দায় গল্প জমিয়ে দেবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement