Advertisement
Advertisement

Breaking News

প্রথম পক্ষের মেয়েকে দেখেন না দীপিকা! কী জবাব দিলেন নায়িকার স্বামী শোয়েব?

ছেলেই সব। প্রথম পক্ষের মেয়েকে দেখেন না অভিনেত্রী দীপিকা কক্কর। এ কথা শুনে কী করলেন নায়িকা?

Shoaib Ibrahim Gave Befitting Reply To Allegations of Dipika Kakkar Abandoning Her First Daughter From Previous Marriage
Published by: Utsha Hazra
  • Posted:March 5, 2025 12:22 pm
  • Updated:March 5, 2025 2:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় মুখ দীপিকা কক্কর এবং শোয়েব ইব্রাহিম। ‘শ্বশুরাল সিমর কা’ ধারাবাহিকের মাধ্যমেই জনপ্রিয়তা কড়া নাড়ে নায়িকার দরজায়। আর এই সিরিয়ালে অভিনয়ের সময়ই শোয়েবের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। পেশাগত জীবন ছাড়া তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও বিস্তর কাটাছেঁড়া হয়েছে। সম্প্রতি ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন নায়িকার নাকি আগের পক্ষের একটি মেয়েও আছে। কিন্তু শোয়েবের সঙ্গে বিয়ের পর নাকি সন্তানের সঙ্গে কোনও যোগাযোগই রাখেননি। এই খবর প্রকাশ্যে আসার পরেই শুরু হয় নানা সমালোচনা। এত দিন এই বিষয়ে মুখ খোলেননি নায়ক-নায়িকার কেউই। অবশেষে ধৈর্য্যের বাধ ভাঙল। নিজের ইউটিউব ভিডিয়ো কড়া ভাষায় জবাব দিলেন শোয়েব।

অভিনেতা বলেন, “আমি একটা প্রশ্নের উত্তর দিতে চাই, যা গত কয়েক বছর ধরে আমাকে কষ্ট দিচ্ছে। মাঝে মাঝে একথা শুনলে বিরক্তিকরও লাগে। এটা কীভাবে কেউ বলতে পারেন? লোকজন সোশ্যাল মিডিয়ায় নানান অভিযোগ করছেন এবং তারপর তাঁরা আশা করছে যে আমি এসবের জবাব দেব এবং প্রমাণ দেব। এখনই আমি বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। যাঁরাই এই প্রশ্ন তুলেছেন, তাঁদের বলি এই কথার কোনও সত্যতা নেই। এই খবর রটানোর উদ্দেশ্য কী আমরা জানি না। কখনও কখনও লোকেরা আপনার নীরবতার সুযোগ নেয়। আর এর সবচেয়ে বেশি প্রভাব দীপিকার উপর পড়েছিল যখন ও গর্ভবতী ছিল।”

Advertisement

এই বিষয়ে চুপ থাকেননি দীপিকাও। রুহানকে জন্ম দেওয়ার আগে এবং পরে তাঁকে অনেক নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে। যা সহ্য করা তাঁর পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সেই পরিস্থিতিতে তাঁকে সামলেছিলেন শোয়েব। কারও কোনও কথাকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে আর চুপ থাকতে রাজি নন তাঁরা। শোয়েব এবং দীপিকা দুজনেই চান এই আলোচনা যেন তাড়াতাড়ি বন্ধ হয়। উল্লেখ্য, শোয়েবকে বিয়ে করার আগে রৌনক স্যামসনের সঙ্গে সংসার পেতেছিলেন নায়িকা। যদিও সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub