Advertisement
Advertisement

আরাধ্যা-আব্রামের স্কুলে গিয়ে তুমুল নাচ শাহরুখ-অভিষেকের, ভিডিও ভাইরাল

বৃহস্পতিবার ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল।

Shahrukh Khan, Abhishek dance with children on school annual day
Published by: Akash Misra
  • Posted:December 20, 2024 1:21 pm
  • Updated:December 20, 2024 1:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা সুপারস্টার। তাই ছেলেমেয়ের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে হাজার চেষ্টা করেও, তারকার তকমা সরিয়ে রাখতে পারলেন না শাহরুখ খান ও অভিষেক বচ্চন। প্রোগাম শুরুর প্রথমদিকে তবুও দর্শক আসনে বসে অন্যান্য মা-বাবাদের মতো অনুষ্ঠানের মজা নিচ্ছিলেন। চোখ ভরে দেখছিলেন আব্রাম ও আরাধ্যার পারফরম্যান্স। কিন্তু অনুষ্ঠান শেষ হতেই অন্য় চমক। অন্য মেজাজে শাহরুখ ও অভিষেক। ছেলেমেয়ের সহপাঠীদের আবদারে নেচে উঠলেন দুই তারকা। আর সেই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

সারাদিন হাজার ব্যস্ততা বলি তারকাদের। কিন্তু যখনই ছেলেমেয়েকে সময় দেওয়ার সময় আসে, তখন হাতের সব কাজ ফেলে ঠিক সময় করে নেন তাঁরা। অন্তত, শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক প্রতিবছর নিয়ম করে সন্তানদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আসেন। নাতনি আরাধ্যাকে মঞ্চে দেখতে আসেন দাদু অমিতাভ বচ্চনও। এবারও ঠিক এমনটিই হল। দর্শক আসনে বসে আরাধ্যা ও আব্রামের স্কুল ড্রামা দেখলেন শাহরুখ, অভিষেক, ঐশ্বর্যরা। ছেলেমেয়ের পারফরম্যান্স দেখে উচ্ছ্বাস ধরা পড়ছিল তাঁদের চোখে-মুখে। শাহরুখ, অভিষেক ক্যামেরাবন্দিও করলেন তাঁদের সন্তানদের অভিনয়। সব মিলিয়ে আম্বানিদের বার্ষিক অনুষ্ঠান ছিল যেন তারকার সমাবেশ।

Advertisement

প্রসঙ্গত, বৃহস্পতিবার ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল। ছোট থেকেই সেই স্কুলের পড়ুয়া আরাধ্যা (Aaradhya)। এবার সেই অনুষ্ঠানেই একফ্রেমে হাসিখুশি মেজাজে ধরা দিলেন অভিষেক-ঐশ্বর্য। দাদু অমিতাভ বচ্চনও উপস্থিত ছিলেন নাতনির পারফরম্যান্স দেখতে। এদিন সেখানে হাজির ছিলেন সইফ-করিনাও। কারণ তাঁদের দুই সন্তানও ধীরুভাই আম্বানি স্কুলের পড়ুয়া। তবে সবার থেকে লাইমলাইট কেড়ে নিয়ে যে অভিষেক-ঐশ্বর্য স্পটলাইটে, তা বলাই বাহুল্য! দম্পতিকে আবার রং মিলান্তি পোশাকেও দেখা গেল। অভিষেক-ঐশ্বর্য দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন। প্রবেশ পথেই দেখা গেল, স্ত্রীয়ের ওড়না মাটিতে লুটিয়ে পড়তে দেখে পিছন থেকে সামলে দিলেন অভিষেক।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement