Advertisement
Advertisement

Breaking News

Mithun Chakraborty

গ্যাংস্টারের নিশানায় মিঠুন! ‘পুঁতে দেব’ মন্তব্যের জেরে ‘মহাগুরু’কে হুমকি পাক ডনের

'এটা সিনেমা নয় বাস্তব', মিঠুনকে বার্তা গ্যাংস্টারের।

Pakistani Don Shahzad Bhatti threatens Mithun Chakraborty
Published by: Amit Kumar Das
  • Posted:November 11, 2024 12:42 pm
  • Updated:November 11, 2024 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ-সলমনের পর এবার বলিউড স্টার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে হুমকি! ১৫ দিনে মধ্যে ক্ষমা না চাইলে ফল ভুগতে হবে বলে ভিডিও বার্তা দিল পাকিস্তানের গ্যাংস্টার শহজাদ ভট্টি। সম্প্রতি দুবাই থেকে দুটি ভিডিও প্রকাশ করেছে ভট্টি। যেখানে মিঠুনকে বেলাগাম আক্রমণের পাশাপাশি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মিঠুনকে। পাকিস্তানি গ্যাংস্টারের এহেন হুমকিবার্তা প্রকাশ্যে আসার পর স্বাভাবিক ভাবেই শোরগোল শুরু হয়েছে।

গত ২৭ অক্টোবর বিজেপির এক জনসভায় অমিত শাহের উপস্থিতিতে ভাষণ দিচ্ছিলেন মিঠুন। মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক হুমায়ূন কবিরের এক মন্তব্য তুলে ধরেন মিঠুন। যেখানে ওই নেতাকে বলতে শোনা যায়, এখানে আমরা ৭০ শতাংশ মুসলিম। হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এই মন্তব্যের পালটা মিঠুন বলেন, ‘এখানকার এক নেতা বলেছিলেন, হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন, বলেননি। কিন্তু আমি বলছি, তোমাকে তোমার মাটিতেই পুঁতে দেব।’

Advertisement

মিঠুনের সেই মন্তব্য তুলে ধরেই এবার ভিডিও বার্তায় তাঁকে হুমকি দিতে দেখা গেল পাকিস্তানের গ্যাংস্টারকে। ভিডিওতে ভট্টিকে বলতে শোনা গিয়েছে, ‘উনি বলছেন মুসলিমদের কেটে মাটিতে পুঁতে দেব। মিঠুনবাবু আপনাকে ১০ থেকে ১৫ দিনের সময় দিলাম, এর মধ্যে ক্ষমা চেয়ে নেবেন। নাহলে পস্তাবেন। মুসলিমরা আপনাকে সম্মান করে, তাঁদের সম্পর্কে এই ধরনের মন্তব্য সহ্য করা হবে না। আপনার এখন যা বয়স তাতে আপনার এমন বাজে বকা উচিৎ নয়। অবিলম্বে ক্ষমা চান। এটা সিনেমা নয় বাস্তব।’

মিঠুনকে এমন হুমকি তাও আবার পাকিস্তানের গ্যাংস্টারের তরফে, স্বাভাবিকভাবেই এই ঘটনার শোরগোল পড়ে গিয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর হুমকিবার্তায় শোরগোল শুরু হয়েছে বলিউডে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে একের পর এক খুনের হুমকি পেয়েছেন সলমন খান। সম্প্রতি একইভাবে খুনের হুমকি পান শাহরুখ। সেই তালিকায় এবার যোগ হল মিঠুনের নাম। বিদেশের মাটি থেকে দেওয়া হল হুমকি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement