দিল্লি ক্রিকেট টিম। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ইনিংসে বল করলেন ১১জন ক্রিকেটার! বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? কিন্তু সত্যিই এরকম ঘটল। তাও সেটা ভারতের মাটিতেই। সৈয়দ মুস্তাক আলিতে (Syed Mushtaq Ali Trophy) দিল্লির হয়ে ২০ ওভারে বল করলেন ১১জন ক্রিকেটার। বাদ গেলেন না উইকেটকিপারও। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মণিপুরের বিরুদ্ধে ঘটল এই বেনজির ঘটনা।
টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মণিপুর। তার পর পরীক্ষা-নিরীক্ষা চালানোর সুযোগ হাতছাড়া করলেন না দিল্লির অধিনায়ক আয়ুষ বাদোনি। তিনি নিজে ২ ওভার বল করে তুলে নিলেন একটি উইকেটও।
সেই সঙ্গে ২ ওভার করে বল করলেন আয়ুষ সিং, অখিল চৌধুরী। ৩ ওভার হাত ঘোরালেন হর্ষ ত্যাগী, দিগ্বেষ ও ময়ঙ্ক রাওয়াত। এদের মধ্যে প্রথম দুজন ২টি করে উইকেট শিকার করেন। ১ ওভার করে বল করলেন আরিয়ান রানা, হিম্মত সিং, প্রিয়াংশ আর্য, যশ ধুল। বাদ গেলেন না উইকেটকিপার অনুজ রাওয়াত। তিনিও ১ ওভার বল করেন। নির্ধারিত ২০ ওভার শেষে মণিপুর ৮ উইকেট হারিয়ে তোলে ১২০ রান। দিল্লি ১৮.৩ ওভারে চার উইকেট হাতে নিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়।
টি-২০ ক্রিকেটে ন’জনের বেশি বোলার কোনও দল এর আগে খেলায়নি। সেখানে দিল্লি ১১ জনকেই বল করিয়ে নজির গড়ল। তবে টেস্ট ক্রিকেটে এই ঘটনা নতুন কিছু নয়। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১ জনকে দিয়েই বল করিয়েছিলেন ভারতের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৫-এ দক্ষিণ আফ্রিকাও একই কাণ্ড ঘটিয়েছিল। কিন্তু টি-২০ ক্রিকেটে প্রথম এই ঘটনা ঘটাল দিল্লি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.