Advertisement
Advertisement

Breaking News

Junaid Zafar Khan

তীব্র তাপপ্রবাহ কাড়ল প্রাণ, ম্যাচ চলাকালীনই মৃত্যু পাক বংশোদ্ভূত ক্রিকেটারের

দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেও বছর চল্লিশের ক্রিকেটারকে বাঁচানো যায়নি।

Pakistani-origin cricketer Junaid Zafar Khan dies on pitch amid Heatwave in Adelaide
Published by: Arpan Das
  • Posted:March 18, 2025 1:17 pm
  • Updated:March 18, 2025 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠে আচমকা মৃত্যু পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ম্যাচ চলাকালীন তীব্র তাপপ্রবাহের ফলে জুনেইদ জাফর খানের মৃত্যু ঘটেছে বলে জানা যাচ্ছে। ওল্ড কনকোর্ডিয়ান্সের হয়ে খেলছিলেন বছর চল্লিশের এই ক্রিকেটার।

Advertisement

গত এক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ চলেছে দক্ষিণ অস্ট্রেলিয়ায়। তার মধ্যে ম্যাচ চলছিল ওল্ড কনকোর্ডিয়ান্স ও প্রিন্স আলফ্রেড ওল্ড কলেজিয়ান্সের মধ্যে। যেখানে তাপমাত্রা ছিল প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচ চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন জুনেইদ। দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করা হয়। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি।

২০১৩ সালে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় আসেন জুনেইদ। একটি প্রযুক্তি সংস্থায় কাজ করতেন তিনি। তার ফাঁকেই ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতেন। জুনেইদের মৃত্যুতে শোকপ্রকাশ করে ওল্ড কলেজিয়ান্সের তরফ থেকে জানানো হয়েছে, “আমাদের ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কনকোর্ডিয়া কলেজের মাঠে ম্যাচ চলাকালীন তাঁর দুর্ভাগ্যজনক ভাবে মৃত্যু ঘটে। প্যারামেডিকসের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি আমাদের সমবেদনা রইল।”

তবে জুনেইদের মৃত্যু বিতর্কও উসকে দিচ্ছে। অ্যাডিলডের ক্রিকেটের একটি সংস্থার নিয়ম অনুযায়ী, ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাচ করানো যাবে না। এমনকী ৪০ ডিগ্রি তাপমাত্রাতেও বিশেষ কিছু শর্ত পালন করতে হয়। জুনেইদের মৃত্যুতে এই প্রশ্ন আবার উঠছে যে, উচ্চ তাপপ্রবাহের মধ্যে ম্যাচ করানো কতটা যুক্তিযুক্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement