Advertisement
Advertisement
Natasa Stankovic

প্রতারণা-মানসিক নির্যাতনের কারণেই কি বিচ্ছেদ হার্দিকের সঙ্গে? সোশাল মিডিয়ায় নাতাশার ইঙ্গিত নিয়ে জোর জল্পনা

কী করলেন নাতাশা?

Natasa Stankovic's social media activity sparks speculation

পুরনো অ্যালবাম থেকে। হার্দিকের সঙ্গে নাতাশা।

Published by: Krishanu Mazumder
  • Posted:August 13, 2024 8:06 pm
  • Updated:August 13, 2024 8:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছরের দাম্পত্য ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। একসঙ্গে পথ চলার স্বপ্ন শেষ। তবুও হার্দিক পাণ্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচকে নিয়ে চর্চা তুঙ্গে।
সম্প্রতি জানা গিয়েছে যে নাতাশা প্রতারণা এবং মানসিক নির্যাতন সংক্রান্ত রিলগুলোতে বেশি করে প্রতিক্রিয়া দিচ্ছেন, লাইক দিচ্ছেন। সেই সব রিলগুলোতে মানসিক নির্যাতন, প্রতারণা এবং বিষিয়ে যাওয়া সম্পর্কের কথাই তুলে ধরা হচ্ছে। যার প্রেক্ষিতে মনে করা হচ্ছে হার্দিক ও নাতাশার বিচ্ছেদের পিছনে উপরের কারণগুলোই দায়ী। 

[আরও পড়ুন: পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আনোয়ার, সরকারি ঘোষণা লাল-হলুদের]

উল্লেখ্য, গত ১৮ জুলাই যৌথ বিবৃতি দিয়ে আলাদা হওয়ার কথা ঘোষণা করেন হার্দিক পাণ্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। যৌথ বিবৃতিতে হার্দিক-নাতাশার পক্ষ থেকে লেখা হয়, “চার বছর একসঙ্গে থাকার পর নাতাশা ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একত্রে থাকার সমস্ত রকম চেষ্টা করেছিলাম আমরা।”
হার্দিকের (Hardik Pandya) সংসার ছাড়ার পরই ছেলে অগস্ত্যকে নিয়ে সার্বিয়া চলে যান নাতাশা। ৩০ জুলাই হার্দিক পাণ্ডিয়া ছেলে অগস্ত্যর জন্মদিনে সোশাল মিডিয়ায় লেখেন, ”প্রতিটি দিন তুমি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। হ্যাপি বার্থডে টু মাই পার্টনার ইন ক্রাইম, মাই হোল হার্ট, মাই আগু। তোমাকে খুব ভালোবাসি।”

Advertisement

[আরও পড়ুন: অক্টোবরে দিল্লিতে শুটিং বিশ্বকাপ, মেগা টুর্নামেন্টে অনিশ্চিত মনু ভাকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement