Advertisement
Advertisement

Breaking News

KL Rahul

বাংলাদেশ সিরিজ নিয়ে বাড়ছে উত্তাপ, চেন্নাই টেস্টে অগ্রাধিকার পেতে পারেন রাহুল

রাহুলের অভিজ্ঞতাকে কোনও ভাবে উপেক্ষা করা যায় না, বলছে বোর্ড।

KL Rahul in advantage to play first test against Bangladesh
Published by: Anwesha Adhikary
  • Posted:September 10, 2024 11:47 am
  • Updated:September 10, 2024 11:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মাটিতে ইংল‌্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে সরফরাজ খানের অকুতোভয় মনোভাব যতই নজর কেড়ে থাকুক। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম‌্যাচে অ‌্যাডভান্টেজ কেএল রাহুলেরই। সব কিছু ঠিকঠাক চললে, তিনিই হয়তো সুযোগ পাবেন চেন্নাই টেস্টে।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চেন্নাই টেস্ট। কিন্তু এখন থেকেই ভারতীয় টিম ম‌্যানেজমেন্টের পূর্ণ মনোযোগ একটাই জায়গায়–বছর শেষে অস্ট্রেলিয়া সফর। এবং সেক্ষেত্রে ভারতীয় টিম ম‌্যানেজমেন্টের সামনে রাস্তা দু’টো ছিল। এক, প্রায় এক দশক ধরে জাতীয় দলের সঙ্গে থাকা কেএল রাহুলকে খেলানো। দুই, সরফরাজের ফ্ল‌্যামবয়েন্সের উপর নির্ভর করা। কিন্তু পরিস্থিতি যা, তাতে প্রথম বিকল্পই নিতে চলেছে ভারত।

Advertisement

[আরও পড়ুন: ৪ মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি! গুনতে হবে বিরাট অঙ্কের জরিমানাও

বলা হচ্ছে, শেষ তিনটে টেস্টে রাহুল একটা সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার মাটিতে। হায়দরাবাদে তাঁর একটা ৮৬ আছে। আর ইংল‌্যান্ডের বিরুদ্ধে তিনি চোট পেয়েছিলেন। কখনওই দল থেকে বাদ পড়েননি। তাই তাঁকেই অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ টেস্টে। সঙ্গে এটাও মনে করিয়ে দেওয়া হল যে, দলীপ ট্রফিতেও হাফসেঞ্চুরি করেছেন তিনি। অর্থাৎ, যেটুকু ‘গেম টাইম’ প্রয়োজন, সেটা পেয়ে গিয়েছেন রাহুল।

আসলে অস্ট্রেলিয়া সফরকে মাথায় রেখে তারুণ‌্যের আগ্রাসনের চেয়ে অভিজ্ঞতাকে প্রাধান‌্য দিতে চাইছে বোর্ড। বলা হল, দলে কারও চোট-টোট লাগলে, সরফরাজ হাঁটতে হাঁটতে ঢুকে পড়বেন টিমে। কিন্তু রাহুলের অভিজ্ঞতাকে কোনও ভাবে উপেক্ষা করা যায় না। কারণ, অস্ট্রেলিয়া সফরে অভিজ্ঞতারই প্রয়োজন পড়বে।

[আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির ডাক ভারতের, রিয়াধের বৈঠকে শান্তির পক্ষে সওয়াল জয়শংকরের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement