Advertisement
Advertisement
Jonty Rhodes

সোশাল মিডিয়ায় ভক্তকে ‘বেকার’ বলে কটাক্ষ! বিপাকে জন্টি রোডস

নেটদুনিয়ায় ট্রোলের মুখে লখনউয়ের ফিল্ডিং কোচ।

Jonty Rhodes allegedly called a fan jobless, gets trolled

ফাইল চিত্র

Published by: Anwesha Adhikary
  • Posted:April 10, 2024 5:33 pm
  • Updated:April 10, 2024 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভক্তকে নাকি ‘বেকার’ বলেছেন! সোশাল মিডিয়ায় মেসেজ করে মহা বিপাকে পড়লেন জন্টি রোডস (Jonty Rhodes)। আত্মপক্ষ সমর্থন করে সোশাল মিডিয়ায় বার্তাও দিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচ। ক্ষমাও চাইতে হয়েছে তাঁকে।

ঠিক কী বলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার? আসলে এক্স হ্যান্ডেলে লখনউ সুপার জায়ান্টসের অ্যাকাউন্টে প্রতিদিন মেসেজ করতেন এক ভক্ত। প্রতিদিন মেসেজ করার বিষয়টি নিজের সোশাল মিডিয়াতেও পোস্ট করতেন। তবে দশ দিন পরেই ওই ভক্তকে রিপ্লাই করেন রোডস। তাঁর উত্তর ছিল, “ভাই, কিছু একটা কাজ করো। হ্যাঁ এভাবে সমর্থন জানানোর জন্য অনেক ধন্যবাদ।” তবে সেই পোস্টটি এখন আর এক্স হ্যান্ডেলে দেখা যাচ্ছে না।

Advertisement

[আরও পড়ুন: ‘ধোনির জন্য কঠিন হচ্ছে অধিনায়ক ঋতুরাজের কাজ’, কেন একথা বললেন ভন?]

রোডসের এই মন্তব্যের পরেই নতুন করে পোস্ট করেন ওই ভক্ত। তাঁর দাবি, ‘বেকার’ বলে তাঁকে কটাক্ষ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। এক্স হ্যান্ডেলে ওই ভক্ত লেখেন, “উনি হয়তো স্বাভাবিকভাবেই রিপ্লাই করতে পারতেন। আমি তো ভক্ত হিসাবে মেসেজ করেছিলাম। কাউকে হেনস্তা করিনি, কারোওর বিরুদ্ধে ঘৃণাও ছড়াইনি। আমার প্রিয় দলকে মেসেজ করলে টিমের কোচ ভাবছেন আমি বেকার। ওঁর প্রতি আমার সমস্ত সম্মান কমে গিয়েছে। আর এলএসজিকে (Lucknow Super Giants) সমর্থন করব না।”

ওই ভক্তের এই পোস্ট ছড়িয়ে যায় সোশাল মিডিয়ায়। নেটদুনিয়ার তোপের মুখে পড়েন রোডস। একপ্রকার বাধ্য হয়েই আলাদা করে বিবৃতি দেন প্রাক্তন ক্রিকেটার। তাঁর প্রশ্ন, “আমি তোমাকে কখন বেকার বলেছি? যদি সঠিক উত্তর সহ্য না হয় তাহলে আমাকে ট্যাগ করে পোস্ট করবে না। লখনউয়ের বহু মহিলার সঙ্গে আমার দেখা হয়েছে যারা অ্যাসিড হামলার শিকার। কিন্তু সেই ঘটনার অভিযুক্তদের বিচার শুরু হতেও ৫-৭ বছর অপেক্ষা করতে হয়েছে। তাই নিজেকে নিয়ে বেশি ভাবার থেকে ওদের কথাও একটু ভাবো।” তবে কড়া বার্তা দেওয়ার পরেও ওই ভক্তের কাছে ক্ষমা চেয়েছেন রোডস।

[আরও পড়ুন: আগামী বছর জার্সির রং বদলাবে রোহিতের? বড় ইঙ্গিত দিল লখনউ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement