সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সহজেই জয় পেল ইংল্যান্ড। আর তাতে তৈরি হল জোড়া রেকর্ড। একটা ইংল্যান্ডের দলগতভাবে। আরেকটি গড়লেন জো রুট। এদিন দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩ রান করেই তিনি ভেঙে দিলেন শচীন তেণ্ডুলকরের রেকর্ড।
ক্রাইস্টচার্চে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করে ৩৪৮ রান। জবাবে ইংল্যান্ড ৪৯৯ রান করে। মাথায় বড় রানের লিড নিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৫৪ রানে। ইংল্যান্ডের কাছে লক্ষ্য ছিল মাত্র ১০৪ রান। জো রুটরা সেটা তুলে নেয় মাত্র ১২.৪ ওভারে। প্রথম টেস্ট ৮ উইকেটে জিতে নেয় ইংল্যান্ড। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে ম্যাচের সেরা ইংল্যান্ডের বোলার ব্রাইডন কার্স।
এর আগে এত দ্রুত কোনও দল টেস্টে রান তাড়া করে জেতেনি। অন্তত যেখানে ১০০ রানের বেশি লক্ষ্য রয়েছে। এর আগে এই নজির ছিল নিউজিল্যান্ডেরই দখলে। ২০১৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে ১৮.৪ ওভারে ১০৯ রান করেছিল তারা। এদিন সেই রেকর্ড ভেঙে গেল। বেন স্টোকসরা মাত্র ১২.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
দ্বিতীয় ইনিংসে ৫০ রানে অপরাজিত থাকেন জেকব বেথেল। অন্যদিকে রুট করেন ২৩ রান। তাতেও নজির গড়লেন তিনি। পিছনে ফেলে দিলেন শচীন তেণ্ডুলকরকে। টেস্টে চতুর্থ ইনিংসে মাস্টার ব্লাস্টারের ছিল ১৬২৫ রান। এদিনের ইনিংসের সুবাদে রুটের রান দাঁড়াল ১৬৩০। সেই সঙ্গে গ্রেম স্মিথ ও ইংল্যান্ডেরই প্রাক্তন ব্যাটার অ্যালিস্টার কুককেও টপকে গিয়েছেন তিনি। চতুর্থ ইনিংসে দুজনেরই রান ছিল ১৬১১।
প্রথম টেস্টে হেরে বিপাকে পড়ল নিউজিল্যান্ডও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপ ফাইনালের দৌড়ে তারা রয়ে গেল ৪ নম্বরেই। ১২ টেস্টে তাদের পয়েন্ট শতাংশ ৫০। শীর্ষে ভারত। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে হারিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়া আছে তিন নম্বরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.