Advertisement
Advertisement

Breaking News

Bengal Pro T-20

সাহিত্য ও ক্রিকেটের মেলবন্ধন, বেঙ্গল প্রো টি-২০ লিগের ম্যাসকট ‘বাঁটুল’

জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ।

Bengal Pro T-20 league to get its official Mascot Bantul
Published by: Subhajit Mandal
  • Posted:May 20, 2025 3:45 pm
  • Updated:May 20, 2025 5:41 pm  

স্টাফ রিপোর্টার: বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় সংস্করণের ম্যাসকট হিসাবে দেখা যাবে বাংলা সাহিত্যের চরিত্র ‘বাঁটুল দি গ্রেট’-কে। সোমবার কলকাতার এক হোটেলে লিগের ড্রাফটিং পর্ব শুরু হওয়ার আগে সিএবি-র তরফে এই ঘোষণা করা হয়।

Advertisement

নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি বাঁটুলকে ম্যাসকট করার বিষয়টি নিয়ে বিশেষভাবে উদ্যোগী হয়েছিল ‘দীপ প্রকাশন’। এদিনের অনুষ্ঠানে দুই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, দীপ প্রকাশনের তরফে দীপ্তাংশু মণ্ডল-সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিন বিকাল চারটে থেকে ড্রাফটিং পর্ব শুরু হয়। মহিলাদের টি-টোয়েন্টি লিগের ড্রাফটিং অবশ্য আগেই হয়ে গিয়েছে।

সোমবার পুরুষদের ড্রাফটিংয়ে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স নেয় অনুষ্টুপ মজুমদারকে। মনোজ তিওয়ারিকেওএই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে। বাংলা টিম থেকে মনোজ অবসর নিলেও টি-টোয়েন্টি লিগে তিনি খেলবেন। যা ঠিক আছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। পুরুষ ও মহিলা দু’টো টি-টোয়েন্টি লিগই শুরু হবে একই দিনে। পুরুষ বিভাগের ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। মহিলা বিভাগ হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে। প্রথম বছর এই টুর্নামেন্টে ভালো সাড়া পেয়েছিল সিএবি। এবার আরও মানুষের কাছে এই টুর্নামেন্ট পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement