Advertisement
Advertisement

Breaking News

Shahrukh Khan

‘হাতের শিরা কেটে ফেলব’, প্রথম সাক্ষাতে শাহরুখকে হুমকি ওয়ামিকার, কেন?

প্রথম সাক্ষাতেই কিং খানকে নাকি হুমকি দিলেছিলেন ওয়ামিকা গাব্বি।

Wamiqa Gabbi first meeting with Shahrukh Khan

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:May 21, 2025 10:27 pm
  • Updated:May 21, 2025 10:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম সাক্ষাতেই কিং খানকে নাকি হুমকি দিয়েছিলেন ওয়ামিকা গাব্বি। ঠিক কী ঘটেছিল? জানা যাচ্ছে যে, অ্যাটলির পরিচালনায় ‘বেবি জন’ ছবির প্রচারে শাহরুখ খানকে প্রথমবার সামনাসামনি দেখেন ওয়ামিকা গাব্বি। সঙ্গে ছিলেন তাঁর ভাইও। স্বাভাবিকভাবেই বাদশাকে এত কাছ থেকে দেখে কী করবেন আর কী করবেন না সে বিষয়ে সন্দিহান ছিলেন তাঁরা।

ওয়ামিকা নাকি তাঁর ভাইয়ের সঙ্গে আলোচনা করতে থাকেন যদি শাহরুখ তাঁর সঙ্গে সত্যিই কথা বলতে আসে তাহলে তাঁর কি করা উচিত? উত্তরে তাঁর ভাই নাকি বলেছিল ‘হাতের শিরা কেটে ফেলা উচিত’। আর তা নাকি সত্যি সত্যিই শাহরুখকে বলেছিলেন ওয়ামিকা।

মাত্র ১৫ মিনিটের জন্য ওই ছবির প্রচারমূলক অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ। অনুষ্ঠানের শেষে ওয়ামিকার সঙ্গে দেখা করতে আসেন। ওয়ামিকা বলেছেন, “শাহরুখ বেরিয়ে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি তাঁকে বলি, আমার সত্যিই আপনার সঙ্গে দেখা করে ভালো লাগছে। আমার ভাই বলেছিল আপনার সঙ্গে দেখা হলে হাতের শিরা কেটে ফেলতে। কিন্তু আমি তা করব না।” ওয়ামিকার এই কথাতে নাকি বাদশা থেকে ছবির প্রযোজনা সংস্থার সকলেই হতভম্ব হয়ে যান। এরপর কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যান শাহরুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement