Advertisement
Advertisement

Breaking News

Ananya Panday

আদিত্য অতীত! অনন্যার জন্মদিনেই নতুন প্রেমিকের প্রেমের ইস্তেহার

সোশাল মিডিয়ায় অনন্যার ছবি শেয়ার করে কী লিখলেন ওয়ালকার ব্লাঙ্কো?

Walker Blanco declares his love for Ananya Panday on her birthday
Published by: Suparna Majumder
  • Posted:October 30, 2024 11:14 am
  • Updated:October 30, 2024 12:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনেই খুল্লমখুল্লা প্রেমের ইস্তেহার। বার্থ ডে গার্ল অনন্যা পাণ্ডের ছবি পোস্ট করে ‘আই লাভ ইউ’ লিখেই দিলেন ওয়ালকার ব্লাঙ্কো। তাও আবার ইনস্টাগ্রাম স্টোরিতে। তাতেই নেটিজেনদের মত, আদিত্য রায় কাপুর তাহলে এবার নিশ্চিতভাবেই অনন্যার জীবনে অতীত।

Aditya-Ananya-Walker

Advertisement

গত দুবছর ধরে আদিত্য ও অনন্যার প্রেম গুঞ্জন নিয়ে মত্ত ছিল বলিউড। তারকা জুটিকে একসঙ্গে বিদেশে ছুটিও কাটাতে দেখা গিয়েছিল। একসময় তো চাঙ্কিকন্যাকে দেখলেই রসিকতা করে ‘নাইট ম্যানেজার’ আদিত্যর কথা জিজ্ঞেস করতেন পাপারাজ্জিরা। কিন্তু সুখের এই সময় আর টিকল না। আচমকা শোনা যায়, আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে।

 

এর কিছুদিন পরই ওয়ালকার ব্লাঙ্কোর সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন শোনা যায়। রটনা, অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিকের খোঁজ পান চাঙ্কিকন্যা। সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও ব্লাঙ্কো নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে হোটেলের এদিক ওদিক। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তাঁর নামে লকেটও বানিয়ে ফেলেছেন অভিনেত্রী।

ওয়ালকার ব্লানকো পেশায় মডেল। তবে তাঁর অন্য আরেকটি পরিচয়ও রয়েছে। সূত্র বলছে, ওয়ালকার রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচার সামলান। অনন্যার সঙ্গে তাঁর প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুটে গিয়েই। তবে সেবার নাকি আলাপ তেমন জমেনি। গোটা প্রেম কাণ্ড ঘটেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেই। বুধবার মাঝরাতেই বার্থ ডে গার্ল অনন্যার হাসিমুখের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন ওয়ালকার। তাতে লেখেন, ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি খুব খুব স্পেশাল। আই লাভ ইউ অ্যানি।’ নিজের এই বার্তার সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও দিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement