Advertisement
Advertisement

Breaking News

Vikrant Massey

‘একটু বেশিই ইংরেজি লিখে ফেলেছি’, অবসর নিয়ে ভুল বার্তায় ড্যামেজ কন্ট্রোল বিক্রান্তের

আর কী বললেন বিক্রান্ত?

Vikrant Massey Issues Clarification On 'Retirement' Post
Published by: Akash Misra
  • Posted:December 14, 2024 4:35 pm
  • Updated:December 14, 2024 5:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় থেকে অবসর নিচ্ছেন নাকি বিরতি! বিক্রান্তের পোস্ট নিয়ে গোটা বলিউড জুড়ে বিভ্রান্তি। আর সেই বিভ্রান্তি জল যখন দূর-দূরান্তে বয়ে গেল, ঠিক সেই সময়ই বিক্রান্ত খুল্লমখুল্লা জানিয়ে ছিলেন, তাঁর সোশাল মিডিয়া পোস্টকে ভুলভাবে ব্যাখ্য়া করা হয়েছে। আসলে তিনি পরিবারকে সময় দিতে বিরতি নিচ্ছেন, অবসর নয়।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে বিক্রান্ত সেই পোস্ট নিয়েই ফের মুখর হয়ে উঠলেন। তাঁর কথায়, ”আমি কখনই ভাবিনি যে এমনটা হবে। টুয়েলভথ ফেল সবার পছন্দ হয়েছে। ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার স্বপ্নপূরণ হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত। তাঁর পাশে বসে সিনেমা দেখা। একজন মধ্যবিত্ত বাড়ির ছেলে হয়ে এই পাওয়াটা অনেক বড়। আর এসব আমায় অভিনয়ই দিয়েছে। আসলে আমি সব দিক থেকে একটু বিশ্রাম চাই। একটু পরিবারকে সময় দিতে চাই। আর তাই বিরতির কথা বলেছি। অবসর নয়।”

Advertisement

এর আগে বিক্রান্ত, এক সংবাদমাধ্যমে জানিয়ে ছিলেন, ”আমার পোস্টের ভুল ব্যাখ্যা হয়েছে। আমি একেবারেই অবসর ঘোষণা করিনি। বরং অভিনয় থেকে কিছুদিনের ব্রেক নেওয়ার কথা জানিয়েছি মাত্র। অভিনয় ছাড়া আমি আর কিছুই চাই না। আমি মানসিক ও শারীরিক দিক থেকে বিধ্বস্ত। তাই কিছুদিনের ব্রেক নিয়েছি।”

বিক্রান্ত তাঁর ইনস্টা পোস্টে লিখেছিলেন, ‘গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছি, বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব। যতক্ষণ না সময় সঠিক সময় আসবে।’ সেই পোস্টেই অভিনেতার সংযোজন, ‘শেষ ২টো সিনেমা এবং আরও কত স্মৃতি। সকলকে অসংখ্য ধন্যবাদ সবকিছুর জন্য। চিরকাল ঋণী থাকব।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement