Advertisement
Advertisement

Breaking News

R G Kar Murder

‘দাদাগিরিতে যাইনি, যাব না…’, নাম না করে সৌরভকে কটাক্ষ স্বস্তিকার

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।

R G Kar Murder: Swastika Mukherjee reacted on Sourav Ganguly's comment about doctor's death
Published by: Suparna Majumder
  • Posted:August 18, 2024 9:12 am
  • Updated:August 19, 2024 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এতেই রুষ্ট স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। নাম না করেই সৌরভকে কটাক্ষ করলেন তিনি। জানালেন, সৌরভ সঞ্চালিত ‘দাদাগিরি’ শোয়ের তিনি কোনওদিন যাননি। আর কখনও যাবেনও না।

Swastika Mukherjee

Advertisement

আর জি করের নৃশংস ঘটনার (R G Kar Murder) প্রতিবাদে গত রবিবারই প্রাথমিক প্রতিক্রিয়া দেন সৌরভ (Sourav Ganguly)। তাঁর বক্তব্য ছিল, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে ভারত এবং বাংলা মহিলাদের জন্য নিরাপদ।” সৌরভের সেই প্রতিক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়ে যায়। এতেই ফেসবুকে স্বস্তিকা লেখেন, “আমি কোনওদিন দাদাগিরিতে যাইনি। যাওয়া হয়নি। আর কোনওদিন যাব না। অ্যাক্সিডেন্টালি যাব না সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না।”

[আরও পড়ুন: ‘ওরা গলা চেপে ধরে, হিঁচড়ে…’, সস্ত্রীক দুর্নিবারের উপর হামলা! থানায় অভিযোগ দম্পতির]

এর পরই আবার অভিনেত্রী লেখেন, “ধর্ষণ, খুন কোনও অ্যাক্সিডেন্ট নয়। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা তো নয়ই। আর আমাদের সুন্দর দেশে কোনও বয়সের মেয়েরাই সেফ নয়। কোনো রাজ্যেই নয়। এই দুই কাজ – রেপ এবং খুন ইচ্ছাকৃত (ইচ্ছাকৃত খুন)। যারা করেছে, যারা করে তারা ইচ্ছে করে করেছে / করে। জেনে বুঝে করেছে /করে! যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না। আমাদের প্রিয় আইকন, আপনি এই হিংসাত্মক ঘটনাকে তুচ্ছ করে না দেখলেই পারতেন।”

Swastika Post

যদিও মেয়ে সানার অফিসের এক অনুষ্ঠানে গিয়ে আর জি কর কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন সৌরভ। তিনি বলেন, “আমার আগের মন্তব্য কীভাবে ব্যাখ্যা করা হয়েছে জানি না। কিন্তু এটা একটা নারকীয় ঘটনা। এর কঠোর শাস্তি হওয়া উচিত।” সৌরভের কথায়, “পৃথিবীর যে কোনও প্রান্তে এই ধরনের ঘটনা ঘটলেই তার প্রতিবাদ হবে। আমাদের দেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছেন, সেটাও প্রত্যাশিত। এই ধরনের নারকীয় অপরাধীর কঠোর শাস্তি হওয়া উচিত।”

তবে আর জি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে সেটাও পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করছেন সৌরভ। তিনি বলেন, “এই ধরনের ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু চিকিৎসকদের পেশা সমাজের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হাজার হাজার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেটাও ভাবতে হবে।”

[আরও পড়ুন: ‘আমার প্রকাশের ভাষা অসংযত, ভুল ছিল’, মধুমিতার কাছে ক্ষমাপ্রার্থী ‘অনুতপ্ত’ ঋদ্ধি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement