শম্পালী মৌলিক: ‘উইঙ্কল টুইঙ্কল’-এর পরে সৃজিত মুখোপাধ্যায় ‘হেমলক সোসাইটি’র প্রধান চরিত্রটিকে পর্দায় আনার পরিকল্পনা করছেন এমনটাই শোনা যাচ্ছে। ঠিক একযুগ পরে ফিরতে চলেছে ‘হেমলক সোসাইটি’র (Hemlock Society) প্রধান চরিত্রের পরবর্তী কাহিনি। শোনা যাচ্ছে, সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) এই জনপ্রিয় ছবির ‘আনন্দ কর’কে নিয়ে পরবর্তী গল্পের চলচ্চিত্রায়নের পরিকল্পনা চলছে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর এমনটাই।
২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’, যার প্রধান চরিত্রে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (আনন্দ কর) ও কোয়েল মল্লিক (মেঘনা সরকার)। সৃজিতের অন্যতম সফল এই ডার্ক কমেডির গানগুলোও মানুষ দারুণ ভালোবেসেছিল। এখনও মানুষের মুখে-মুখে ঘোরে অনুপম রায়ের ‘এখন অনেক রাত’ কিংবা রূপঙ্কর বাগচী এবং লোপামুদ্রা মিত্র-র ‘আমার মতে’ বা রূপম ইসলামের ‘ফিরিয়ে দেওয়ার গান’। পরিচালক সেই জনপ্রিয় ছবির প্রধান চরিত্রের কাহিনি এগিয়ে নিয়ে যেতে চান, ইন্ডাস্ট্রিতে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। ছবির মুখ্য চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) একপ্রকার নিশ্চিত। কোয়েল মল্লিক আসন্ন মাতৃত্বের প্রস্তুতি নিচ্ছেন। তাঁর চরিত্রটি ছবিতে নাও থাকতে পারে। কারণ গল্প ভিন্ন।
তার আগে অবশ্য সৃজিত ব্রাত্য বসুর নাটক অবলম্বনে যে সিনেমা করছেন, সেই ‘উইঙ্কল টুইঙ্কল’-এর কাজ শেষ করবেন। তারপর এই ছবিটির কাজ নিয়ে জোরকদমে নেমে পড়বেন। ‘হেমলক সোসাইটি’ যেখানে শেষ হয়েছে সেখানে অনেকটা সম্ভাবনা রয়ে গিয়েছে। চিরকালই সৃজিত সম্ভাবনা কাল্টিভেট করে নতুন ছবি বানাতে দক্ষ। ‘হেমলক সোসাইটি’-তে আত্মহত্যা-জীবনসচেতনতা এবং ভালোবাসা হাত ধরাধরি করে চলে। অস্তিত্ব সংকটের ব্যথার পাশাপাশি জীবনের ফেরার ডাক দেয় সেই ছবি। এত বছর পর ‘আনন্দ কর’-এর জীবনের পরবর্তী অধ্যায় কোন খাতে বইবে? মনে করা হচ্ছে তাই নিয়েই ছবির গল্প দানা বাঁধবে। যদিও এখনও সবটা চূড়ান্ত নয়। সবটা বাস্তবায়িত হতে কিছুটা সময় লাগবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.