Advertisement
Advertisement

Breaking News

Sreemoyee Chattoraj

রেশমের পোশাকে শ্রীময়ীর স্পেশাল ফটোশুট, মাতৃত্ব নিয়ে কী লিখলেন কাঞ্চন ঘরনি?

২ নভেম্বর কন্যাসন্তানের মা হয়েছেন শ্রীময়ী।

Sreemoyee Chattoraj shares baby bump Photoshoot
Published by: Akash Misra
  • Posted:November 12, 2024 8:07 pm
  • Updated:November 12, 2024 8:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই মা হয়েছেন কাঞ্চন মল্লিক ঘরনি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। গোপনেই রেখেছিলেন তাঁর মা হওয়ার খবর। তাই অন্তঃসত্ত্বা স্পেশাল ফটোশুট থেকে সাধের ছবি সবই প্রকাশ্য়ে আনছেন দেরিতে। মেয়ের হওয়ার পর যে চুটিয়ে সময়টা উপভোগ করছেন শ্রীময়ী তা স্পষ্ট, অভিনেত্রীর প্রত্যেকটি পোস্টে। এই যেমন, শ্রীময়ী সম্প্রতি পোস্ট করলেন তাঁর স্পেশাল এক ফটোশুট। যেখানে রেশমের পোশাকে, বেবিবাম্প শুট করেছেন শ্রীময়ী। এই ফটোশুট সাদা-কালো হলেও, কোলে ফুটফুটে কন্যাসন্তান আসায় যে শ্রীময়ী ও কাঞ্চনের এখন রঙিন সংসার, তা বেশ স্পষ্ট। সোশাল মিডিয়ায় এই ফটোশুট শেয়ার করে শ্রীময়ী লিখলেন, ”মা হওয়া সবচেয়ে গর্বের বিষয়।”

এর আগে মা হওয়া নিয়ে শ্রীময়ী লিখেছিলেন, ”অনেক দিনের এই যাত্রাপথ। ৯ মাসের। এই যাত্রায় ছিল শারীরিক ও মানসিক ওঠা-নামা। এই যাত্রায় ছোট্ট একটা প্রাণ লাথি মারছিল আমার ভিতর। যা কিনা আশীর্বাদের মতো। অবশেষে অনেক অপেক্ষার পর আমার পরী এল। আর তাঁকে দেখার পরেই আমার সমস্ত যন্ত্রণা, এতদিনের সব অনুভূতি সত্যিই সার্থক হল।”

Advertisement

অন্যদিকে ছোট্ট কন্যার বাবা হওয়ার পর কাঞ্চন জানিয়ে ছিলেন, ইন্সটাগ্রাম পোস্টে কাঞ্চন জানিয়েছেন, ‘আমরা এখন তিন সদস্যের পরিবার।’ এবং নতুন সদস্যার নাম কৃষভি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement