Advertisement
Advertisement

Breaking News

Soumitrisha Kundu

বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে ঝাড়ুসেবা সৌমিতৃষার, শিবরাত্রিতে মহাদেবকে কী কথা দিলেন?

'সংস্কারি নায়িকা'র ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

Soumitrisha Kundu celebrates Mahashivratri in Vrindaban, watch
Published by: Sandipta Bhanja
  • Posted:February 26, 2025 9:23 pm
  • Updated:February 26, 2025 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মহাশিবরাত্রি উপলক্ষে আমজনতার পাশাপাশি সেলেবরাও মেতে উঠেছেন। কেউ সপরিবারে বাড়িতে তো কেউ বা আবার মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দুধাভিষেক করছেন। সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) জন্য অবশ্য এবারের মহাশিবরাত্রির মাহাত্ম্যই আলাদা। কারণ তিনি এবার শহরের বাইরে। জন্মদিনে মা-বাবার সঙ্গে বৃন্দাবন পাড়ি দিয়েছেন অভিনেত্রী। আর সেখানেই বাঁকে বিহারী মন্দিরে ঝাড়ুসেবা দিতে দেখা গেল দর্শকদের প্রিয় ‘মিঠাই’কে। শুধু তাই নয়, সৌমিতৃষা কিন্তু মহাদেবের কাছে বিশেষ কথাও দিয়ে এলেন।

বুধবার বৃন্দাবনের এক ধামে শিবপুজো করলেন অভিনেত্রী। পরনে সাদা সালোয়ার। স্নিগ্ধ সাজ। মুখে হাসি নিয়ে পুজোর ডালা হাতে ক্যামেরার সামনে পোজ দিলেন সৌমিতৃষা। শহরের থেকে অনেক দূরে কেমন কাটল বৃন্দাবনে শিবরাত্রি? এপ্রসঙ্গে মিঠাই সংবাদমাধ্যমের কাছে জানালেন, বৃন্দাবনে একটা বড় চারধাম মন্দির রয়েছে। সেখানেই গিয়েছিলেন পুজো দিতে। সম্পূর্ণ ভিন্ন, ভীষণ সুন্দর একটা অনুভূতির সাক্ষী থেকেছেন মিঠাই। জন্মদিনের পাশাপাশি এবার তাঁর শিবরাত্রিটাও অন্যরকম কাটল। আর কী কথা দিলেন মহাদেবকে? সেকথা সোশাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। বললেন, ‘শুভ মহাশিবরাত্রি পালন পবিত্র ধামে। কী যে অনুভূতি বলে বোঝাতে পারব না! এখানেই কথা দিয়েছি আমি চার ধাম যাত্রা সম্পূর্ণ করব। হর হর মহাদেব!’

Advertisement

জীবনে এইপ্রথমবার শিবরাত্রিতে বাড়ি থেকে দূরে সৌমিতৃষা কুণ্ডু। তাতে অবশ্য তাঁর আধ্যাত্মিকতায় ভাটা পড়েনি! সাতসকালে হোটেলেই অভিনেত্রীর মা-বাবা শিবরাত্রি পালনের আয়োজন করে ফেলেছিলেন। কীভাবে? মিঠাই জানালেন, “ঘুম ভেঙে উঠে দেখি মা-বাবা সবকিছুর ব্যবস্থা করে ফেলেছেন। হোটেলের টেবিল ধুয়ে মুছে সেখানে ফুল-ফল, মালা, দুধ, ডাব রাখা। সকালে উঠে সব ওঁরা কিনে নিয়ে চলে এসেছে।” এরপর হোটেল থেকে সোজা বৃন্দাবনের ধামে চলে গেলেন। মা-বাবাকে নিয়েই পুজো সারলেন টলিউড অভিনেত্রী। অন্যদিকে জন্মদিনে তিনি বাঁকে বিহারী মন্দিরে পুজো দিয়েছেন। সেখান থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেল, মন্দির চত্বরে ছড়িয়ে থাকা পুজোর ফুল ঝাড়ু দিয়ে সরাচ্ছেন। সেই ভিডিও নেটপাড়া তাঁকে ‘সংস্কারি নায়িকা’র আখ্যার দিল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement