Advertisement
Advertisement

Breaking News

Sonakshi Sinha

সোনাক্ষী-জাহিরের বিয়ের অনুষ্ঠানে বিড়ম্বনায় পুরোহিত! ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা, কেন?

শত্রুঘ্নর বাংলোর বাইরে ধুন্ধুমার কাণ্ড! কী ঘটল দেখুন।

Sonakshi Sinha's Wedding Pandit MOBBED Outside Shatrughan's House
Published by: Sandipta Bhanja
  • Posted:June 23, 2024 3:58 pm
  • Updated:June 23, 2024 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে বিটাউনে সাজসাজ রব! শত্রুঘ্ন সিনহার একমাত্র কন্যের বিয়ে বলে কথা। মেয়ের বিয়ে উপলক্ষে সাধের ‘রামায়ণ’কে ঢেলে সাজিয়েছেন প্রবীণ অভিনেতা। রবিবারই প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। গত দিন দুয়েক ধরেই প্রাকবিবাহ অনুষ্ঠানের ঝলক টুকরো টুকরোভাবে প্রকাশ্যে আসছে। আর অনুষ্ঠানের দিনই শত্রুঘ্নর বাংলোয় রীতি-আচার মেনে পুজো করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হল পুরোহিতকে!

জুহুর বাংলোর সামনে পণ্ডিত মশাইকে একেবারে ছেঁকে ধরলেন ফটোশিকারিরা। সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠানে (Sonakshi Sinha Wedding) কাজ করতে গিয়ে পুরোহিতের পরিস্থিতি একেবারে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’! বাইক নিয়ে বেরতেই পারছেন না ভিড়ের চোটে। উৎসুক পাপারাজ্জিদের প্রশ্নবাণের সম্মুখীন হয়ে নাজেহাল হয়ে যান পুরোহিত। কোনওরকমে নিজের বাহন নিয়ে সেখান থেকে বেরনোর সময়ে তাঁকে তাঁকে বলতেও শোনা যায়, “আমি এখন কিচ্ছু বলতে পারব না। কোনওরকম তথ্য দেওয়া মানা।” সেই ক্যামেরাবন্দি মুহূর্তও নেটপাড়ায় ভাইরাল বর্তমানে।

Advertisement

[আরও পড়ুন: ‘চিরদিনই তুমি যে আমার’, খ্রিস্টান মতে বিয়ে সম্পন্ন বিজয় মালিয়াপুত্র সিদ্ধার্থর]

সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে আসলে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। রবিবার সকাল থেকেই অনুষ্ঠানের ছবি-ভিডিও একের পর এক প্রকাশ্যে আসছে। আজই সোনাক্ষী ও জাহিরের বিয়ে। জানা গিয়েছে, হিন্দু বা মুসলিম রীতি মেনে বিয়ে করবেন না তাঁরা। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এক হবে চার হাত। এর পর বসবে গ্র্যান্ড রিসেপশন। আর সেই এলাহি আসর বসবে শিল্পা শেট্টির বিলাসবহুল হোটেল বাস্তিয়ানে। উপস্থিত থাকবেন হাজার অতিথি। বিয়ে উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠেছে শত্রুঘ্ন সিনহার বাড়ি ‘রামায়ণ’। জাহিরের বাড়িতেও সাজো সাজো রব। আসতে শুরু করেছেন অতিথিরা। বিয়ের জন্য বাড়ি থেকে বেরিয়ে আগেই মসজিদে আশীর্বাদ নিতে গিয়েছেন জাহির ইকবাল। এদিকে বিয়ের ভেন্যুতে এসে পৌঁছেছে কনে সোনাক্ষীর প্যাস্টেল শেডের পোশাকও। এবার সোনাক্ষী-জাহিরের বিয়ের ছবি প্রকাশ্যে আসার অপেক্ষা।

[আরও পড়ুন: মিষ্টি জিলিপিতে ‘দুষ্টু’ কামড় মিমির, কীসের সেলিব্রেশন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement