Advertisement
Advertisement

Breaking News

Sonakshi Sinha

দ্বিতীয় হানিমুনে একাই গেলেন সোনাক্ষী! জাহির কোথায়?

কোথায় গেলেন সোনাক্ষী?

Sonakshi Sinha reaches Philippines for second honeymoon without Zaheer Iqbal
Published by: Akash Misra
  • Posted:July 16, 2024 3:44 pm
  • Updated:July 16, 2024 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাপারটা বেশ গোলমেলে। একে তো দ্বিতীয় হানিমুন, তার উপর একা একাই! হ্যাঁ, সদ্য বিবাহিত সোনাক্ষীর একটি পোস্টেই সোশাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেল। অনুরাগীদের প্রশ্ন, জাহির কোথায়?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। কয়েকদিন আগেই সিঙ্গাপুরে মধুচন্দ্রিমায় উড়ে গিয়েছিলেন সোনাক্ষী ও জাহির। সুইমিংপুলে ডুবে সেই ছবিও শেয়ার করেছিলেন। সেটাই ছিল সোনাক্ষীর প্রথম হানিমুন। আর এবার ফিলিপিন্সে দ্বিতীয় হানিমুনের জন্য উড়ে গেলেন সোনাক্ষী। তবে সঙ্গে জাহির ছিলেন না!

Advertisement

হ্যাঁ, এখানেই কাহিনিতে টুইস্ট। হানিমুনে আলাদা আলাদা বিমানে চড়ে বিদেশের মাটিতে উড়ে গিয়েছেন সোনাক্ষী। সোনাক্ষী (Sonakshi Sinha) যেদিন পৌঁছেছেন। ঠিক তার পরের দিন সোনাক্ষীর কাছে উড়ে গিয়েছেন জাহির ইকবাল। তাই ফিলিপিন্সের হোটেল রুমে একা একাই সময় কাটাতে বাধ্য হয়েছেন সোনাক্ষী। সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শত্রুঘ্নকন্যা।

[আরও পড়ুন: অনন্ত-রাধিকার সন্তানের অপেক্ষা! শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী মন্তব্য সলমনের? ]

বিয়ের ছবি পোস্ট করতেই একের পর এক কটাক্ষবাণ ধেয়ে এসেছে। কেউ জাত-ধর্ম তুলে অশ্লীল ভাষায় আক্রমণ করছেন তো কেউ বা আবার লাভ জিহাদের অভিযোগ এনেছেন। কারও প্রশ্ন, ‘মুসলিম পরিবারে বিয়ে করেও কেন সিঁথিতে সিঁদুর পরেছেন?’ এই দৃশ্য খুব একটা অচেনা নয় বিনোদুনিয়ায়। ঠিক একইভাবে মুসলিম ধর্মাবলম্বী প্রেমিককে বিয়ে করে হিন্দু সংগঠন এবং মৌলবীদের রোষানলে পড়তে হয়েছিল স্বরা ভাস্করকে। প্রথম বিয়ের সময় নুসরত জাহানকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছিল নেটপাড়া। এবার সোনাক্ষী সিনহার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি! মুসলিম পাত্র জাহির ইকবালকে বিয়ে করার জেরে তাঁকেও লাগাতার আক্রমণের জেরে পড়তে হয়েছে। তিতিবিরক্ত হয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকশনই বন্ধ করে রেখেছেন অভিনেত্রী। এবার পরম ধর্মের পাঠ দিয়েছেন সোনাক্ষী সিনহা।

২৩ জুন নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ প্রিয়জনদের সাক্ষী রেখে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। মেয়ের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনম। তবে সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে সোশাল মিডিয়াতেও কাঁটাছেড়ার অন্ত নেই। নিন্দুকদের কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ চলছে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ‘X’ হ্যান্ডেলে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ লেখেন, “সাত বছরের সম্পর্কের পর দুজন মানুষ ভালোবেসে বিয়ে করেছেন। তাতে তো তাঁদের ভবিষ্যতের জন্য ভালোবাসায় ভরা শুভেচ্ছার প্রত্যাশা থাকে। কিন্তু তার বদলে ওদের ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে দিতে হল, যাতে ঘৃণায় ভরা মন্তব্যের মুখে পড়তে না হয়।” এবার সেই ‘বিয়ে বিতর্ক’ ইস্যুতেই নিন্দুকদের ‘খামোশ’ করালেন অভিনেত্রী।

[আরও পড়ুন: পরমব্রতর ফ্যান মোমেন্ট! কিংবদন্তি ওয়াসিম আক্রমের সঙ্গে দেখা, তার পর… ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement