Advertisement
Advertisement
Shah Rukh Khan

টাইগার শ্রফের মতো শরীর চান শাহরুখ! জ্যাকিপুত্রকে বিশেষ আবদার বলিউড বাদশার

টাইগারকে নিয়ে খুল্লমখুল্লা কী লিখলেন শাহরুখ?

Shah Rukh Khan wants body like tiger shroff
Published by: Akash Misra
  • Posted:November 5, 2024 5:19 pm
  • Updated:November 5, 2024 5:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে শরীরচর্চায় মন দিয়েছেন বুঝি শাহরুখ। এই যেমন, ৫৯-এ পা দিয়েই সিদ্ধান্ত নিলেন আর ধূমপান তিনি করবেন না। যে শাহরুখ দিনে ১০০ টা সিগারেট খেতেন, সেই শাহরুখ দূরছাই করেছেন ধূমপানকে। তবে এখানেই আটকে নেই তিনি। নিজেকে ফিট রাখতে ফের রোজ জিম করছেন বলিউড বাদশা। বদলেছেন ডায়েটও। শাহরুখ নাকি এখন চাইছেন টাইগার শ্রফের মতো শরীর! নাহ, কোনও গুঞ্জন নয়। বরং শাহরুখ নিজেই ফাঁস করলেন এই গোপন তথ্য। সোশাল মিডিয়াতেই খুল্লমখুল্লা টাইগারের কাছে জানতে চাইলেন, সঠিক ব্যায়ামের নিয়ম কানুন।

তা কী লিখলেন এসআরকে?

Advertisement

২ নভেম্বর শাহরুখের জন্মদিনে সোশাল মিডিয়ায় শাহরুখকে শুভেচ্ছা জানান জ্যাকি শ্রফের ছেলে অভিনেতা টাইগার শ্রফ। টাইগারকে ধন্যবাদ জানিয়ে, শাহরুখ লিখলেন, ”আমি আমার পেশির দিকে নজর রেখেছি। খুব শীঘ্রই তোমাকে যোগাযোগ করব। ব্য়ায়াম নিয়ে তোমার কাছ থেকে টিপস নিতে হবে।”

প্রসঙ্গত, শাহরুখ খানের জন্মদিন মানেই প্রাসাদোপম মন্নতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ… শাহরুখ’ গগনভেদী চিৎকার! বাদশার ৫৯তম জন্মদিনেও (SRK birthday) সেই একই দৃশ্য। বান্দ্রার রাস্তায় জনতার ঢল। শুক্রবার মাঝরাত থেকেই ‘পীঠস্থান’ মন্নতের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন শাহরুখ অনুরাগীরা। প্রতিবার ইদ আর জন্মদিনে নিয়ম করে মন্নতের ছাদে উঠে ভক্তদের দর্শন দেন তিনি। গত তিন দশকের এই রেওয়াজে কোভিডকাল ছাড়া ছেদ পড়েনি! তবে এবারের জন্মদিনেও প্রথা ভাঙলেন বাদশা।

মন্নতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সেরকম কোনও আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মন্নতের অনতিদূরে বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা! তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষারত ভক্তরা চাঙ্গায়নী সুধা পেলেন। শাহরুখের উপস্থিতিই তাঁদের কাছে টনিকের মতো কাজ করল। সেই অনুষ্ঠানে নাচতেও দেখা গেল তাঁকে। শাহরুখ খানের এক ফ্যানক্লাবের তরফেই অবশ্য আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। তাঁদের নিরাশ করেননি কিং খান অন্তত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement