Advertisement
Advertisement
Shah Rukh Khan

চিমনির মতো ধূমপান করেন শাহরুখ, সলমন চুপচাপ! দুই খানের গোপন তথ্য ফাঁস সহ-অভিনেতার

সলমন ও শাহরুখ নাকি একেবারে উত্তরমেরু ও দক্ষিণমেরু।

Shah Rukh Khan A Workaholic, Smokes Like Chimney; Salman Doesn't Interact Much, Govind Namdev Claims
Published by: Akash Misra
  • Posted:June 29, 2024 2:28 pm
  • Updated:June 29, 2024 2:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ ও সলমন। একজন বলিউডের বাদশা, তো আরেক জন বলিউডে দাবাং খান। একজন পাঠান তো, আরেকজন টাইগার। দুজনেই বক্স অফিস কামাল দেখাতে ওস্তাদ। কিন্তু সলমন ও শাহরুখ নাকি একেবারে উত্তরমেরু ও দক্ষিণমেরু। দুজনের স্বভাবে কোনও মিল নেই। হ্যাঁ, সম্প্রতি এক সাক্ষাৎকারে দুই খানকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা গোবিন্দ নামদেব।

এক সাক্ষাৎকারে গোবিন্দ জানান, ”দুই খানের সঙ্গেই আমার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। প্রাথমিক দিক থেকে দুজনেই খুব প্রফেশনাল। কাজের প্রতি দারুণ সিরিয়াস। ক্য়ামেরা চালু হলে, অভিনয় ছাড়া আর কিছু মাথায় রাখেন না। কিন্তু তবুও শাহরুখ ও সলমন একেবারেই আলাদা। তাঁদের দুজনের ওঠা-বসা, কথাবলা, ভাবনা চিন্তা একেবারেই আলাদা।”

Advertisement

[আরও পড়ুন: ‘তেলুগু বলতে গিয়ে জিভ খসে গিয়েছে!’, ‘কল্কি’ শুটের অভিজ্ঞতা জানালেন শাশ্বত]

গোবিন্দের কথায়, ”শাহরুখ কথা বলতে ভালোবাসেন। সারাক্ষণ ভাবতে থাকেন, তাঁর পরের কাজটা কী হবে। নিজেকে আরও কতটা পালটাবে। তবে শাহরুখ প্রচণ্ড স্মোক করেন। একেবারে চিমনির মতো। একের পর এক সিগারেট ধরিয়ে যান। খুব অল্প ঘুমোন। এত এনার্জি যে কোথা থেকে আসে, কে জানে! ”

সলমনের প্রসঙ্গে বলতে গিয়ে গোবিন্দ জানান, ”খুবই চুপচাপ। দরকার ছাড়া কথাই বলেন না। নিজের চিন্তায় মগ্ন থাকেন। আর সুযোগ পেলেই অল্প ঘুমিয়ে নেন। সিগারেট বা মদ তিনি খান না। সলমন ও শাহরুখ দুজনে খুবই আলাদা। ”

প্রসঙ্গত, বলিউডে বহুদিন ধরেই জল্পনা চলছিল, তিন খান অর্থাৎ আমির, শাহরুখ ও সলমনকে নিয়ে একটি ছবি তৈরি করার। কিন্তু কোনও পরিচালকই সাহস করছিল না এই ছবি বানানোর। অবশেষে সেই সাহসটাই দেখাতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ফেসবুক লাইভে এসে আমির জানিয়ে দিলেন, তিন খান একসঙ্গে ছবিতে অভিনয় করবেন। আর সেই ছবি তৈরি করবেন আমির নিজেই। আমির জানিয়েছেন, আগামী বছরেই আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করা হবে। এমনকী, আমির ইঙ্গিত দিয়েছেন, এই ছবি হবে একেবারেই অ্যাকশনে ভরপুর।

[আরও পড়ুন: স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান, জল্পনায় সিলমোহর দিয়ে বললেন, ‘স্টেজ ৩, প্রার্থনা করুন…’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement