Advertisement
Advertisement

Breaking News

sauraseni maitra

‘তোমার সঙ্গে প্রতিদিন…’, নুসরতের প্রাক্তন নিখিল জৈনের সঙ্গে প্রেমে সিলমোহর সৌরসেনীর?

ফ্রেন্ডশিপ একটু বেড়ে কি প্রেমের রূপ নিল?

sauraseni maitra's instagram post goes viral
Published by: Akash Misra
  • Posted:November 18, 2024 9:11 pm
  • Updated:November 18, 2024 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে যা রটে, তা কিছু তো বটে। তবে এক্ষেত্রে তো জলজ্যান্ত একটা পোস্ট! তাহলে কি ধরেই নেওয়া যায়, নিখিলকেই মন দিয়েছেন সৌরসেনী! নাহ, নিখিল-সৌরসেনী এ ব্যাপারে কিচ্ছুটি বলবেন না। বরং আগেও যখন এই প্রেম নিয়ে নানা গুঞ্জন উড়ে ছিল, তখনও বলেছিলেন উই আর জাস্ট ফ্রেন্ড। আর এবার সেই ফ্রেন্ডশিপ একটু বেড়ে কি প্রেমের রূপ নিল?

ব্যাপারটা কিছুই নয়। যত দোষ ওই সোশাল মিডিয়া পোস্টের। আর সেটি করলেন সৌরসেনী নিজেই। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। নুসরত জাহানের প্রাক্তন, তথা ব্যবসায়ী নিখিল জৈনের জন্মদিনে বহু মানুষই শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু নিন্দুকদের চোখ গিয়ে পড়েছে টলি অভিনেত্রী সৌরসেনীর পোস্টেই।

Advertisement
সৌরসেনীর ইনস্টাগ্রাম স্টোরি।

তা কী লিখেছেন সৌরসেনী?

সৌরসেনী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নিখিলের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। সেখানে লিখলেন, “আরও এমন ঝগড়া, মান ভাঙানোর পালা চলতে থাকুক। শুভ জন্মদিন এনজে। তোমার সঙ্গে প্রতিদিন আরও সুন্দর হয়ে উঠুক।”

নিখিল-সৌরসেনীর সম্পর্কের গুঞ্জন নতুন নয়। বছর দুয়েক ধরেই টলিপাড়ার অন্দরে ফিসফাস! শোনা গিয়েছিল, দুজনে নাকি একসঙ্গে বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন। শুধু তাই নয়, বারাণসীতে বিজ্ঞাপনী শুট করতে গিয়েই নাকি টলিপাড়ার দুষ্টু-মিষ্টি অভিনেত্রীকে মন দিয়ে ফেলেছেন নিখিল। গতবছর ক্রিকেটের নন্দনকাননে ‘চুপিচুপি’ নিখিল-সৌরসেনীকে দেখে কম চর্চা হয়নি। এমনকী, এপ্রিল মাসে সৌরসেনীর জন্মদিনেও ছবি পোস্ট করেছিলেন নিখিল। সেই উপলক্ষেই ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁকে ট্যাগ করে নিখিল লিখলেন, “শুভ জন্মদিন সৌরসেনী।” এরসঙ্গেই ২, ৩, ৪, ৫… সংখ্যা জুড়ে দিয়েছিলেন নুসরত প্রাক্তন।

সঙ্গত, নুসরত জাহানের সঙ্গে বিচ্ছেদের পরই নিখিলের পোশাক বিপণনী সংস্থার মুখ হিসেবে দেখা গিয়েছিল সৌরসেনীকে। বরাবরই নামী মডেল তিনি। সঙ্গে টলিউড ও বলিউডেও চুটিয়ে কাজ করছেন সৌরসেনী।

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement