সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুত, কার্তিক আরিয়ানকে ভুলে এবার নতুন প্রেমিকে মজেছেন তিনি! তবে এবার কোনও অভিনেতা নয়, বরং বিজেপি নেতার ছেলেকেই মন দিয়েছেন সইফকন্যা। এ খবর একেবারেই নতুন নয়। তবে নতুন গুঞ্জন হল, এই বিজেপি নেতাকে সঙ্গে নিয়েই রাজস্থানে ছুটি কাটাচ্ছেন সারা আলি খান। আর সোশাল মিডিয়ায় সেই ট্রিপেই ছবিই এখন ভাইরাল।
সারার নতুন প্রেমিকের নাম অর্জুন প্রতাপ বাজওয়া। অর্জুন পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ারের ছেলে। তবে অর্জুনের বাবা রাজনীতিবিদ হলেও, অর্জুন কিন্তু ফ্যাশন জগতের জনপ্রিয় মুখ। বিজ্ঞাপনে বেশ নাম করেছেন অর্জুন। তা হঠাৎ সারার সঙ্গে অর্জুনের নাম জুড়ল কীভাবে?
অভিনেত্রীকে কেদারনাথে পুজো দিতে দেখা গিয়েছে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। আর সেই ভিডিও ছবিই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। আর তা থেকেই নতুন প্রেমের গুঞ্জন। আর এবার রাজস্থান ট্রিপ।
কেদারনাথ দিয়েই ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন। এবার এই তীর্থযাত্রায় হ্যাট্রিক করে ফেললেন সারা আলি খান। মুসলিম ধর্মাবলম্বী হয়েও দেশের প্রায় সব হিন্দু তীর্থক্ষেত্রে গিয়েছেন নবাবকন্য়া। তার জন্য অবশ্য কম কটু কথা শুনতে হয়নি! তবে নেটপাড়ার নীতিপুলিশ রক্তচক্ষুর কাছে দমে যেতে নারাজ সারা আলি খান। এবার ফের কেদারনাথ যাত্রায় গেলেন অভিনেত্রী।
বলিপাড়ার তারকাসন্তানরা যখন হাইপ্রোপাইল পার্টি কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে গ্ল্যামারাস জীবনযাপন করতে ব্যস্ত, তখন সারা আলি খান মজে থাকেন ঈশ্বরভক্তিতে। মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন তীর্থ করতে। কাশীর বিশ্বনাথ মন্দির, উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে অসমের কামাখ্যা সবখানেই গিয়েছেন নবাবকন্যা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.