Advertisement
Advertisement

Breaking News

Sara Ali Khan

সারার গায়ে উলটে গেল জ্যুসের গ্লাস, বিমানসেবিকার উপর রেগে লাল সইফকন্যা!

সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।

Sara Ali Khan Gets Angry As Air Hostess Spills Juice on Her Dress
Published by: Akash Misra
  • Posted:July 25, 2024 12:55 pm
  • Updated:July 25, 2024 1:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা যে এমনটা ঘটবে একেবারেই আন্দাজ করতে পারেননি সারা আলি খান। এমনকী, বুঝতে পারেননি বিমানসেবিকাও। তবে গণ্ডগোল ঘটতেই একেবারে বিপাকে! আর সারা? রীতিমতো চড়াও হলেন বিমানসেবিকার উপর। সেই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সোশাল মিডিয়ায় সারার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বিমানসেবিকার ভুলে সারার গায়ের উপর উলটে যায় জ্যুসের গ্লাস। আর তাতেই রেগে লাল সইফকন্যা।

Advertisement

[আরও পড়ুন: সুহানা-অগস্ত্যর সম্পর্কে সিলমোহর ‘মামু’ অভিষেকের! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল]

সাধারণত, সারাকে দেখা যায় হালকা মেজাজে। এমনকী, সবার সঙ্গেই নম্র ব্যবহার করার জন্য জনপ্রিয় তিনি। সেই সারাই হঠাৎ রেগে গেলেন! নেটিজেনরা মনে করছে, এটা একেবারেই কোনও বিজ্ঞাপনের প্রচার। কারণ, সারা মোটেই এমন মেয়ে নন।

পাহাড় খুবই পছন্দের সারার (Sara Ali Khan)। তাই ব্য়স্ত শিডিউলের ফাঁকে সময় পেলেই বেরিয়ে পড়েন ব্যাগ গুছিয়ে। কাশ্মীর, লাদাখ থেকে উত্তরাখণ্ডের সব পাহাড়ি এলাকা চষে ফেলেছেন অভিনেত্রী। এই যেমন সম্প্রতি বন্ধুদের নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন সারা। সেই ছবিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে।

প্রসঙ্গত, বলিপাড়ার তারকাসন্তানরা যখন হাইপ্রোপাইল পার্টি কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে গ্ল্যামারাস জীবনযাপন করতে ব্যস্ত, তখন সারা আলি খান মজে থাকেন ঈশ্বরভক্তিতে। মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন তীর্থ করতে। কাশীর বিশ্বনাথ মন্দির, উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে অসমের কামাখ্যা সবখানেই গিয়েছেন নবাবকন্যা। সেই সারাই বিমানসেবিকার সঙ্গে এমন ব্যবহার করবেন, তা যেন কেউই মানতে পারছেন না।

[আরও পড়ুন: ভেজা শরীরে জাহিরের বুকে সোনাক্ষী, বিয়ের এক মাসে তুমুল প্রেম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement