Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

২-৫ কোটি চেয়ে লাগাতার খুনের হুমকি! ভ্রুক্ষেপ নেই সলমনের, শুটিংয়ে মগ্ন ভাইজান

হায়দরাবাদে 'সিকান্দার' ছবির শুটে ব্যস্ত বলিউড সুপারস্টার।

Salman Khan shoots for Sikandar in Hyderabad amid new death threat, viral video
Published by: Sandipta Bhanja
  • Posted:November 5, 2024 2:56 pm
  • Updated:November 5, 2024 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ নভেম্বর, শনিবার শাহরুখ খানের জন্মদিনেই মুম্বই ছেড়ে হায়দরাবাদে উড়ে গিয়েছেন সলমন খান (Salman Khan)। সেখানে এখন ‘সিকান্দার’-এর শুটিং চলছে পুরোদমে। আর শুটিং শুরুর ৪৮ ঘণ্টার মধ্যেই ফের নতুন করে খুনের হুমকি এল সলমনের নাম করে। কিন্তু ভাইজানের সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই! লাগাতার প্রাণনাশের হুমকি এলেও কাজ জারি রেখেছেন তিনি। তবে অবশ্যই কড়া নিরাপত্তায় মুড়ে।

অক্টোবর মাসে সলমনের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিককে খুন করে খোলা হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। সেইসময়ে থেকেই Y ক্যাটাগরি-সহ আরও জোরদার করা হয়েছে ভাইজানের নিরাপত্তা। ‘বিগ বস’-এর সেটেও ৬০ নিরাপত্তারক্ষীর সুরক্ষাকবচে বিশেষ পর্ব ‘উইকেন্ড কা বার’-এর শুটিং করেছিলেন সলমন খান। এবার হায়দরাবাদে ‘সিকান্দার’-এর সেটেও কড়া নিরাপত্তা। পরিচালক এআর মুরুগাদসের তত্ত্বাবধানে সেখানকার তাজ ফলুকনামা প্যালেসে চলছে সিনেমার শুটিং। সলমনের বিপরীতে রশ্মিকা মন্দানা। ছবির সেটে শশব্যস্ত ভাইজান। সেখান থেকেই ফাঁস হল ভিডিও।
এদিকে সলমনের হায়দরাবাদে শুটিং করার কথা জেনেই হোটেলের সামনে ভিড় জমিয়েছেন বহু অনুরাগী। একঝলক শুধু সেখান থেকে প্রিয় ভাইজানকে দেখবেন বলে। তবে নিরাপত্তা বলয়ের ফাঁক গলে সুপারস্টারের দেখা পাওয়া দায়!

Advertisement

মঙ্গলবার সাতসকালে নতুন করে হুমকি ফোন এসেছে। এবারও সেই মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোলরুমে। কখনও ২ কোটি, আবার কখনও ৫ কোটি টাকা চাওয়া হচ্ছে। যদিও সম্প্রতি নয়ডা থেকে এক ট্যাটুশিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে, সুযোগ বুঝে সলমনের কাছ থেকে টাকা হাতানোর ছক কষার জন্যে। এদিন ফের নতুন করে খুনের হুমকি এল। যদিও ভাইজান সেসবে পাত্তা না দিয়ে বিন্দাস মুডে শুটিং ‘সিকান্দার’-এর শুটিং করছেন হায়দরাবাদে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement