Advertisement
Advertisement

Breaking News

Salman Khan Allu Arjun Atlee

‘পুষ্পা’তেই ভরসা, মেগাবাজেট ছবি থেকে সলমনকে ছাঁটাই অ্যাটলির! রেগে কাঁই ভাইজান ভক্তরা

কেন সলমন খানকে বাদ দিতে হল?

Salman Khan out, Allu Arjun confirmed for Atlee’s mega budget
Published by: Sandipta Bhanja
  • Posted:March 2, 2025 5:41 pm
  • Updated:March 2, 2025 5:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খানের (Salman Khan) সঙ্গে অ্যাটলির (Atlee) জুটি বাঁধার গুঞ্জনে আশায় বুক বেঁধেছিলেন অনুরাগীরাও। ভেবেছিলেন, ‘জওয়ান’-এর মতোই আরেকটি ব্লকবাস্টার ঝড় আসতে চলেছে। শাহরুখের পর সলমনকে কীভাবে অ্যাটলি ফ্রেমবন্দি করবেন? এযাবৎকাল গুঞ্জনের পালে হাওয়া দিয়ে অনুরাগীরা বহু ছক কষে ফেলেছিলেন! তবে সেসব পরিকল্পনা এখন বিশ বাঁও জলে। অ্যাটলির মেগাবাজেট সিনেমা থেকে ছাঁটাই সলমন খান। পরিবর্তে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) উপর ভরসা রেখেছেন পরিচালক।

সূত্রের খবর, ‘পুষ্পা ২’ তারকা মৌখিকভাবে সবুজ সংকেত দিলেও সইসাবুদ এখনও বাকি। শুটিং শিডিউল নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে পরিচালক-অভিনেতার। আগামী এপ্রিল-মে মাসের মধ্যেই প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে পুরোদমে। কিন্তু আচমকাই কেন সলমন খানকে বাদ দিতে হল? জানা গিয়েছে, পুনর্জন্মের প্রেক্ষাপটে অ্যাটলি পরিচালিত এই ছবির প্রযোজনা করবে ডাকসাইটে তামিল প্রযোজনা সংস্থা সান পিকচার্স। যারা এই পিরিয়ড ড্রামার জন্য ৬০০ কোটির বাজেট নির্ধারণ করেছেন। আর সেই প্রযোজনা সংস্থার তরফ থেকেই আপত্তি উঠেছে বলে খবর। প্রযোজক নাকি সলমনের উপর মেগাবাজেট সিনেমার ভার ছাড়তে নারাজ। সম্ভবত ভাইজানের বিগত কয়েক বছরের বক্স অফিসের গ্রাফ দেখেই এহেন মতামত তাঁদের! আর সেই জন্যই ‘পুষ্পা’কে বেছে নিয়েছেন তাঁরা। যে আল্লু অর্জুন ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দৌলতে একাই দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিকে ৩০০০ কোটির ব্যবসা দিয়েছিল।

Advertisement

চব্বিশ সালের শেষের দিকেই শোনা গিয়েছিল, অ্যাটলির (Atlee) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সলমন খান (Salman Khan)। বিগ বাজেট সিনেমার স্টারকাস্টে যে দক্ষিণী পরিচালক বড় চমক দেবেন, সেই ইঙ্গিতও মিলেছিল তখন। ভারতীয় বিনোদুনিয়ার দুই তাবড় মেগাস্টার রজনীকান্ত এবং কমল হাসানের নামও শোনা গিয়েছে। তবে সলমন না থাকলেও দক্ষিণের দুই তাবড় তারকাকে দেখা যাবে সিনেমায়। প্রসঙ্গত, ‘জওয়ান’ সিনেমা বক্স অফিসে সুনামি আনতেই গত দু বছর ধরে অ্যাটলি মগ্ন এই নতুন সিনেমার চিত্রনাট্য নিয়ে। হাজার হোক, একে মেগা বাজেট সিনেমা। উপরন্তু সম্মুখ সমরে দক্ষিণের দুই মহাতারকা। অতঃপর এই ছবি যে উন্মাদনার পারদ চড়াবে, তা হলফ করে বলা যায়। বলিউড মাধ্যম সূত্রে খবর, অ্যাকশন প্যাকড সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। গত বছর ধরে দিনরাত এক করে পুনর্জন্মের প্রেক্ষাপটে এই মেগা বাজেট ছবির কাজ করছেন অ্যাটলি কুমার। চিত্রনাট্যে অতীত এবং বর্তমান দুই সময়কাল ধরা হবে। জানা গিয়েছে, অ্যাটলি চিত্রনাট্যটা এমনভাবে তৈরি করছেন, যেরকম পিরিয়ডিক গল্প আগে কোনওদিন সিনেমার পর্দায় দেখা যায়নি। কাল্পনিক জগতের আঁধারে ছবিতে থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য। অ্যাটলির ফ্রেমে যোদ্ধার অবতারে চমক দেবেন আল্লু। যেহেতু অতীত-বর্তমান মিলিয়ে গল্প সাজানো হচ্ছে, তাই আপাতত চিত্রনাট্যে শাণ দিতে ব্যস্ত পরিচালক। ২০২৫ সালের গ্রীষ্মকালে কাজ শুরু হওয়ার কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub