Advertisement
Advertisement
Swastika Mukherjee

‘নবান্ন অভিযানের ডাকে রাজনৈতিক ফায়দা’, বিতর্ক বাড়তেই পালটা মোক্ষম জবাব স্বস্তিকার

পালটা পোস্ট করে নিন্দুকদের 'সবক' শেখালেন অভিনেত্রী।

RG Kar: Swastika Mukherjee's take on 27th August Nabanna abhijan
Published by: Sandipta Bhanja
  • Posted:August 22, 2024 3:11 pm
  • Updated:August 22, 2024 3:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আগামী ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘ছাত্র সমাজ’। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে এমনটাই দাবি করা হয়েছে। যদিও সেই পোস্টের প্রেক্ষিতে একাংশের দাবি, এই অভিযান আদতে রাজনৈতিক ফায়দা লোটার ‘ধান্দা’ মাত্র! স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), ঋদ্ধি সেনদেরও পোস্টেও সেই একই সুর। সেই প্রেক্ষিতেই অভিনেত্রী একটি পোস্ট করে ২৭ তারিখ নবান্ন অভিযানের ডাকের নেপথ্যে কারা আদতে রয়েছেন? সেটা যাচাই করে নিতে বলেছিলেন। যার জেরে জোর সমালোচনার মুখে পড়তে হয় স্বস্তিকাকেও। এবার নিন্দুকদের পালটা মোক্ষম জবাব দিলেন তিনি।

প্রথম পোস্টে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছিলেন, “২৭ তারিখ ছাত্রদের নাম করে নবান্ন চলো ডাকের আরজি ছড়িয়ে দেওয়ার আগে যাচাই করে নিন। দলীয় রাজনৈতিকদের ফায়দা লুটতে দেবেন না!” অভিনেত্রী এহেন পোস্টের পর থেকেই নেটপাড়ায় তাঁকে কটাক্ষের বন্যা বয়ে যায়। দিন কয়েক আগেই কণ্ঠ ছেড়ে শহরের রাস্তায় নারীসম্মান নিয়ে লড়া সমাজই আবার সোজাসুজি অভিনেত্রীকে আক্রমণ করতেও পিছপা হল না। কেউ বা আবার সাম্প্রতিক বাংলাদেশ প্রসঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায় কী পোস্ট করেছিলেন বা কী বক্তব্য পেশ করেছিলেন, সেসবও টেনে নিয়ে এসে আক্রমণ করা শুরু করেন। বিতর্কের মাত্রা বাড়তেই ফের ময়দানে নামলেন স্বস্তিকা।

Advertisement

[আরও পড়ুন: ‘আমি জন্মগত নির্ভীক! ধর্ষণের হুমকি দিয়ে আমাকে থামানো যাবে না’, কড়া জবাব মিমির]

নিন্দুকদের পালটা জবাব দিয়ে অভিনেত্রী লিখেছেন, “যাচাই করতে বলেছি শুধু। অন্ধের মতো যে যা বলছে তাতে বিশ্বাস করতে না বলা, মানে আন্দোলনকে সমর্থন করছি না, তা নয়। আর বাংলাদেশের সময় আমি কী করেছি, সেটা আমায় মনে করানোর দরকার নেই। আমার দেশে বা রাজ্যে হওয়া সমস্যাতেও আমি আমার মতো করে চেষ্টা করি সোচ্চার হওয়ার। হ্যাঁ-তে হ্যাঁ, আর না-তে না বলব না। শাসকরা বললেও করব না, বিরোধীরা বললেও করব না। আর আপনারা বললেও করব না।” এরপরই স্বস্তিকা নিন্দুকদের মনে করিয়ে দেন, “গালাগাল দেওয়ার জন্য কারন না খুঁজে এমনি দিন। মেয়েদের সম্মানের জন্য লড়াইতে কোন মেয়ে কত সন্মান পাচ্ছে? দেখতেই পাচ্ছি। বেছে বেছে সম্মান করা যায় নাকি?” অভিনেত্রীর এই পোস্টে সায় দিয়েছেন অনুরাগীদের একাংশ। প্রসঙ্গত, ঋদ্ধি সেনও সোশাল মিডিয়ায়, ‘ছাত্র সমাজ’ আর ‘ছদ্ম সমাজের’ পার্থক্য বোঝার আর্জি জানিয়ে নবান্ন অভিযানের নেপথ্যের কারণ যাচাই করতে বলেছিলেন।

[আরও পড়ুন: বিজেপির প্রতিবাদী মিছিলে ‘হাসিমুখে’ বিবেক অগ্নিহোত্রী, কটাক্ষ নেটপাড়ার!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement