Advertisement
Advertisement

Breaking News

RG Kar Protest

‘ডাক্তাররা টাকা চান না’, আন্দোলনের নামে তোলাবাজির অভিযোগ! সতর্ক করলেন স্বস্তিকা

রাতভর স্বাস্থ্যভবন অভিযানে ডাক্তারদের পাশে থেকেছেন অভিনেত্রী।

RG Kar Protest: Swastika Mukherjee on Fraud fund raiser for RG Kar protesters
Published by: Sandipta Bhanja
  • Posted:September 11, 2024 3:58 pm
  • Updated:September 11, 2024 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাক্তারদের আন্দোলনের (RG Kar Protest) নামে টাকা তোলার প্রচেষ্টা আগেও হয়েছে। আবারও শুরু হয়েছে। এই ‘তোলাবাজি’র নেপথ্যে কারা? একদল মুখোশধারী, ‘সুবিধেজীবী’ সেসব লোকদের এবার সাবধান করে দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। পাশাপাশি সাধারণ মানুষ, যাঁরা এই দুঃসময়ে আন্দোলনকারী ডাক্তারদের পাশে থাকতে সাহায্য পাঠাচ্ছেন, তাঁদেরকেও সতর্ক করে দিলেন অভিনেত্রী।

স্বস্তিকা একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ডাক্তাররা তাঁদের আন্দোলনের জন্য অর্থসাহায্য চাননি কোনও দিনই। আর জি কর কাণ্ডের পর থেকে আন্দোলনকারী ডাক্তারদের পাশে সাধারণ মানুষ যেভাবে দাঁড়িয়েছেন, তা সত্যিই বর্তমান যুগে দাঁড়িয়ে মেরুদণ্ড নুইয়ে না যাওয়ার জ্বলন্ত উদাহরণ। আগামী প্রজন্মের কাছে যা শিক্ষণীয় হয়ে থাকবে, বলে আশা করা যায়। কেউ খাবার পাঠাচ্ছেন, কেউ জলের বোতল, হাতপাখা দেওয়ার পাশাপাশি এই বৃষ্টিতে রাজপথে বসতে যাতে আন্দোলনকারীদের কোনও অসুবিধে না হয় সেই জন্য মাথা ঢাকতে ত্রিপলও পাঠাচ্ছেন। বাড়ির শৌচাগার অবধি ব্যবহার করতে দিচ্ছেন অচেনা-অজেনা প্রতিবাদী মুখদের। আমজনতাও যেরকম স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন, তা নিঃসন্দেহে গোটা দেশে বিরল। তবে প্রায় এক মাস ধরে চলা এই আন্দোলনের জন্য কোনরকম অর্থসাহায্য চাননি তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: আত্মঘাতী মালাইকার বাবা, ব্রেকআপের যন্ত্রণা ভুলে দুঃসময়ে পাশে অর্জুন কাপুর]

মঙ্গলবার রাতভর স্বাস্থ্যভবন অভিযানে ডাক্তারদের আন্দোলনে শামিল ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। আর বুধবার সকালেই প্রতারকদের মুখোশ খুলে দিলেন অভিনেত্রী। বন্যা কর যে পোস্ট করেছিলেন, তাতে লেখা- “একটা জরুরী তথ্য- ডাক্তারদের আন্দোলনের জন্য যারা টাকা তুলছেন তারা প্লিজ একটু ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে তারপর ফান্ড রেইজ করবেন। কারণ আমরা যত দূর জানি West Bengal Doctor’s Forum (WDF)-এর এই মুহূর্তে আর্থিক সাহায্যের দরকার নেই। এখন যা দরকার তা হল পাশে থাকা।” সেই পোস্ট শেয়ার করেই স্বস্তিকা লিখেছেন, “সাবধান! ডাক্তাররা কেই অর্থসাহায্য চাইছেন না। সতর্ক থাকুন। প্রতারকদের ফাঁদে পা দেবেন না।”

[আরও পড়ুন: ‘১৮ বছর ধরে তুমিই…’, বিচ্ছেদের গুঞ্জন অতীত, স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট অর্জুনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement