Advertisement
Advertisement

Breaking News

RG Kar Protest

‘অনেক হয়েছে নোংরামি আর পাপ, এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া!’, হুঙ্কার শুভশ্রীর

'ফেসবুক পোস্টে বন্যা, আমরা নাকি নষ্টা!...', নিন্দুকদের হুঁশিয়ারি দেগে কী বললেন শুভশ্রী?

RG Kar Protest: Subhashree Ganguly on RG Kar Incident, netizen points out to Raj Chakraborty
Published by: Sandipta Bhanja
  • Posted:August 19, 2024 3:10 pm
  • Updated:August 19, 2024 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই আর জি কর কাণ্ডের বিচার চেয়ে সিনেপাড়ার সতীর্থদের সঙ্গে কলকাতার পথে নেমেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সেই মিছিলে হেঁটেছিলেন রাজ চক্রবর্তীও। যদিও তারকা বিধায়ক হওয়ায় প্রতিবাদী মিছিলে হেঁটে নেটপাড়ার একাংশের কটাক্ষের শিকার হয়েছেন। শুধু রাজ-শুভশ্রী নয়, শিল্পীদের অনেককে নিয়েই ট্রোল-মিমের রমরমা সোশাল মিডিয়ায়! সেই আবহেই নিন্দুক-সমালোচক থেকে সমাজ, একযোগে বিঁধলেন সকলকে।

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডে পথে নেমে সরব হওয়ার পর থেকেই নেটপাড়ার একাংশের ‘টার্গেট’ টলিউড শিল্পীরা। এমনকী তাঁদের সিনেমা, শো পর্যন্ত বয়কটের ডাক দিয়েছেন অনেকে। এর আগে আর জি কর হাসপাতালে প্রতিবাদ করতে গিয়ে ‘চটিচাটা বুদ্ধিজীবী’ বলে কটাক্ষ করা হয়েছে অপর্ণা সেনকে। শাঁখ বাজানো নিয়ে কখনও ট্রোলড হতে হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে, আবার চোখের জল ফেলে ‘কুম্ভীরাশ্রু’ কটাক্ষ শুনেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই আন্দোলনে যাঁরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন, তাঁরা ‘রাজনৈতিক’ না ‘অরাজনৈতিক’ সেই প্রশ্ন তুলেও কম কটাক্ষের শিকার হতে হচ্ছে না! রবিবারা প্রতিবাদী মিছিলে (RG Kar Protest) পা মিলিয়ে সোমবার সোশাল মিডিয়ায় আবারও প্রতিবাদে সোচ্চার হলেন কন্যা সন্তানের মা শুভশ্রী।

Advertisement

[আরও পড়ুন: RG Kar: ‘সিস্টেমের ভিতরে প্রচুর ঘুণপোকা’, শাসক-বিরোধীদের একযোগে বিঁধলেন পরমব্রত]

কড়া ভাষাতেই সমাজের মন-মানসিকতাকে বিঁধেছেন অভিনেত্রী। স্বরচিত কবিতা লিখে মেয়েদের ধর্ষণ, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করলেন তিনি। যেখানে শুভশ্রী প্রশ্ন তুললেন, “সংস্কার ধরে রাখার দায়িত্ব কী শুধু আমাদের? তাহলে ওরা কী করবে?” তাঁর হুঁশিয়ারি, “অনেক হয়েছে নোংরামি আর পাপয তাও নেই কোনও অনুতাপ। তাই তো ফেসবুক পোস্টে এর বন্যা- আমরা নাকি ‘পতিতা’ আর ‘নষ্টা’! দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ!” এদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এমন পোস্টের পরও নেটপাড়ার কটাক্ষবাণ রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) দিকে। তাঁরা প্রশ্ন তুলেছেন, “তাহলে কি শাসক দল ছাড়ছেন তিনি?” যদিও সেসব কটাক্ষের কোনও প্রত্যুত্তর করেননি শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

[আরও পড়ুন: ‘আমার প্রকাশের ভাষা অসংযত, ভুল ছিল’, মধুমিতার কাছে ক্ষমাপ্রার্থী ‘অনুতপ্ত’ ঋদ্ধি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement