Advertisement
Advertisement
Pushpa 2

মহিলা অনুরাগীর মৃত্যুর ঘটনায় বিপাকে টিম, সিনেমা ছাড়ার সিদ্ধান্ত ‘পুষ্পা ২’র পরিচালকের?

খুব শীঘ্রই নাকি ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা করবেন সুকুমার।

Pushpa 2 Director Sukumar Wants To 'Leave' Cinema Amid Allu Arjun's Stampede Controversy
Published by: Akash Misra
  • Posted:December 25, 2024 1:33 pm
  • Updated:December 25, 2024 1:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা ২’-র প্রিমিয়ারে হায়দরবাদের একটি প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে এক মহিলা অনুরাগীর মৃত্যুকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন আল্লু অর্জুনসহ ছবির টিম। এমনকী, এই ঘটনায় এক রাত জেলেও থাকতে হয়েছে আল্লুকে। মৃতার পরিবারকে অর্থ সাহায্য করা থেকে শুরু করে সঙ্কটজনক অবস্থায় থাকা, মহিলার সন্তানের চিকিৎসার দায়িত্বও নিয়েছেন ‘পুষ্পা’ টিম। দুঃখও প্রকাশ করেছেন গোটা ঘটনার জন্য। তবুও যে কপালে শান্তি জুটছে না আল্লু অর্জুন ও ছবির পরিচালক সুকুমারের। এবার খবর, এই পরিস্থিতি থেকে বাঁচতে এক কঠোর সিদ্ধান্ত নিতে চলেছেন পুষ্পা পরিচালক সুকুমার। সূত্র বলছে, সুকুমার নাকি সিনেমা পরিচালনা থেকে নিজেকে সরিয়ে নিতে চান। খুব শীঘ্রই নাকি ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা করবেন তিনি। 

এরই মাঝে খবরে এসেছে, পরিচালক সুকুমার নাকি ‘পুষ্পা ৩’র প্ল্যান করেছেন। অল্প স্বল্প কাজও শুরু হয়েছে। ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পুষ্পা ৩-ই হবে নাকি সুকুমারের শেষ ছবি!

একদিকে ‘পুষ্পা ২’ ছবি বক্স অফিসে ঝড় তুলছে। ছবি মুক্তির একসপ্তাহ না ঘুরতেই, বক্স অফিসের অঙ্কে হাজার কোটি পার। আর অন্যদিকে, হায়দরাবাদে ‘পুষ্পা ২’ প্রিমিয়ারে মহিলার পদপিষ্টর ঘটনায় আল্লু অর্জুনের বিপদ বেড়েই চলেছে। এই যেমন, র সাফল্যের খুশি নয়, আল্লু অর্জুনের (Allu Arjun) কপালে এখন শুধুই চিন্তার ভাঁজ। পদপিষ্ট কাণ্ডে পুলিশের প্রশ্নের মুখে দক্ষিণী সুপারস্টার। মঙ্গলবার সকাল এগারোটায় তিনি পৌঁছে যান হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায়। তারপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। একের পর এক প্রশ্নবাণ। এরই মাঝে খবরে এসেছে মৃতার পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেন প্রযোজক নবীন ইয়ারনেনি ও রবি শঙ্কর। তাঁরা মৃতার স্বামীর হাতেইে এই টাকা তুলে দেন।

সংবাদমাধ্যমে ‘পুষ্পা ২’ প্রযোজকরা জানিয়েছেন, ‘আমরাও গভীর ভাবে মর্মাহত এই ঘটনায়। রেবতীর মৃত্যু তাঁর পরিবারের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ওঁর ছেলে এখনও চিকিৎসাধীন। চিকিৎসকেরা সব রকম ভাবে চেষ্টা করছেন। আমরা এই পরিবারের পাশে সবরকমভাবে আছি।’

প্রসঙ্গত, ‘পুষ্পা ২’র প্রিমিয়ারের দুর্ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় তেলেঙ্গানার রাজ্য-রাজনীতি। আগেই নায়ককে একহাত নিয়েছেন AIMIM দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডিও ছেড়ে কথা বলেননি। এমন পরস্থিতিতেই রবিবার সুপারস্টারের বাড়িতে হামলা হয়। এই হামলার নেপথ্যে শাসক দল কংগ্রেস? এমন প্রশ্ন ওঠে। আল্লুর বাড়িতে হামলার নেপথ্যে কংগ্রেসের কোনও হাত নেই বলেই জানিয়ে দিয়েছে দলের মুখপাত্র সামা রামমোহন রেড্ডি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement