Advertisement
Advertisement

Breaking News

Neena Gupta

৯৫% ভারতীয় মেয়ে যৌনতৃপ্তি কাকে বলে জানেই না! বিস্ফোরক নীনা গুপ্তা

ফের 'নারীবাদ' নিয়ে সরব নীনা।

Neena Gupta says 95% of Indian women don’t know that sex is for enjoyment,

ছবি সংগৃহীত

Published by: Manasi Nath
  • Posted:April 4, 2025 7:12 pm
  • Updated:April 4, 2025 8:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী নীনা গুপ্তা মানেই তীক্ষ্ণবুদ্ধি অভিনয়ের সঙ্গে দৃঢ় স্বভাবের মিশেল। বরাবরই তিনি স্পষ্টবক্তা হিসাবেই পরিচিত। নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে নিজের শর্তে জীবন কাটান মাসাবা গুপ্তার মা। একসময় ‘নারীবাদ’কে ‘ফালতু ধারণা’ বলে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। আজ আবার সেই নারীবাদ নিয়েই সরব হতে দেখা গেল তাঁকে। যে দেশে কামসুত্র, বাৎস্যায়ন নিয়ে চর্চা চলে সেই দেশের নারীরা নাকি যৌনতৃপ্তির বিষয়ে ওয়াকিবহালই নয়! এবার ফের এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন নীনা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে ভারতীয়দের যৌনতা ও সেখানে নারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রীর সপাট জবাব, “এদেশের মেয়েদের জন্য আমার দুঃখ হয়।” কেন এমন কথা বললেন অভিনেত্রী? উত্তর দিয়েছেন তিনি নিজেই। “এদেশের ৯৯% মেয়েদের হয়ে আমি কথা বলছি। আমি জানি আমার কথাই তাদের মনের কথা। ভারতের ৯৫% মেয়েরা যৌনতৃপ্তি কাকে বলে জানেই না। তারা ভাবে পুরুষকে আনন্দ দেওয়া আর সন্তান ধারণ করাই তাদের একমাত্র কাজ। তারা অতৃপ্তি নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়। মুখ ফুটে বলতে পারে না, উপভোগও করতে পারে না।”

এই কথার সূত্র ধরেই বর্ষীয়ান অভিনেত্রী যোগ করেন, “আমার বাড়িতে একসময় যৌনতা বিষয়টা নিয়ে খুবই রাখঢাক ছিল। প্রকাশ্যে এই নিয়ে কথা বলা যেত না। এখন মনে হয়, এত গোপনীয়তার কোনও প্রয়োজন ছিল না। কারণ এটা আমাদের জীবনের অঙ্গ।” এই প্রসঙ্গে অভিনয়ের সময় সেটে শরীরে ল্যাপেল লাগানোর বিষয়টি টেনে আনেন অভিনেত্রী। বলেন, “যখন নতুন নতুন ছিলাম মেকআপ রুমে লুকিয়ে মাইক লাগাতাম। এখন এই বিষয়গুলো নিয়ে একদম ভাবি না। সেটের এককোণে গিয়ে নিজেই মাইক লাগাই। সেটের পুরুষ সহকর্মীরা এই বিষয়ে অনেক সময় সাহায্যও করে থাকেন।” এভাবেই আরও একবার নারী হিসাবে নিজের অবস্থান স্পষ্ট করলেন নীনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub