Advertisement
Advertisement

Breaking News

Misty Singh

মিষ্টি সিংয়ের ‘ভোলবদল’! নতুন ধারাবাহিকে কী চমক দেবেন অভিনেত্রী?

কবে থেকে দেখা যাবে এই ধারাবাহিক?

Misty Singh on new tv serial
Published by: Akash Misra
  • Posted:June 24, 2024 2:24 pm
  • Updated:June 24, 2024 2:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অহংকারে একেবারে মাটিতে পা পড়ছে না মিষ্টি সিংয়ের। এতটাই নাক উঁচু হয়েছে যে, সবাইকে তুচ্ছ করে দেখাটা তাঁর বা হাতের খেল। তা হঠাৎ কেন এমন ভোলবদল মিষ্টি সিংয়ের? আসলে পুরোটাই ছোটপর্দার জন্য। বাস্তবে মিষ্টি, ঠিক তাঁর নামের মতোই মিষ্টি রয়েছেন। কিন্তু নতুন ধারাবাহিকে তিনি একেবারেই ঠোঁটকাটা নায়িকা!

[আরও পড়ুন: ‘জাহির ইকবালকে দেখে নেব…’, বিয়ের পরই সোনাক্ষীর স্বামীকে হুমকি হানি সিংয়ের! কেন?]

গপ্পোটা হল, সোমবার থেকে শুরু হওয়া জি বাংলার নতুন ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’-এ একেবারে নতুন রকম চরিত্রে দেখা যাবে মিষ্টি সিংকে। সংবাদ প্রতিদিন ডিজিটালকে মিষ্টি জানিয়েছেন, ”একেবারে নতুন রকম চরিত্র। আগের সব ধারাবাহিকের থেকে এখানে আমি অনেকটাই আলাদা। এই চরিত্রটায় আমি খুব নাকউঁচু একটি মেয়ে। খুবই আধুনিক। কাউকে পাত্তা দিই না। চরিত্রটার সঙ্গে পাশ্চত্য সংস্কৃতির প্রভাব রয়েছে। এই ধারাবাহিকে আমার একটা ছোট ছেলেও রয়েছে। আর আমার বিপরীতে রয়েছে ভিভান।”

Advertisement

Advertisement

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে জি বাংলার এই নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ-এর ঝলক। এক গরীব মেয়ের স্বপ্নপূরণের গল্পই বলবে এই ধারাবাহিক। সোম থেকে শনি রাত ৯টায় দেখা যাবে এই ধারাবাহিক।

[আরও পড়ুন: গভীর রাতে সোনাক্ষীর রিসেপশনে ‘ঘটক’ সলমন! ‘দাবাং’ মেজাজে এন্ট্রি ‘চুলবুল পাণ্ডে’র, তারপর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ