Advertisement
Advertisement

Breaking News

Madhuri Dixit

প্রতিবাদী শহরে পা রাখলেন মাধুরী দীক্ষিত, আচমকাই কেন কলকাতায় অভিনেত্রী?

কড়া নিরাপত্তা বেষ্টনীতেই বিমানবন্দর থেকে বেরলেন বলিউড অভিনেত্রী।

Madhuri Dixit touched down in Kolkata on Wednesday
Published by: Sandipta Bhanja
  • Posted:September 4, 2024 2:44 pm
  • Updated:September 4, 2024 3:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে উত্তাল বাংলা। গত ১৪ আগস্ট থেকে বিনিদ্র রজনী কাটাচ্ছে শহর। পথেঘাটে প্রতিবাদী মিছিলে শামিল আট থেকে আশি। আমজনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েদের নিরাপত্তা নিয়ে সরব তারকারাও। দিনভর আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন সকলে। কেউ খাবার দিচ্ছেন তো কেউ বা পাণীয় জল, হাতপাখা। শহর তিলোত্তমার এহেন বিদ্রোহী রূপ বা ‘একতা’ শেষ কবে দেখা গিয়েছে? মনে করতে পারছেন না কেউই। এই উত্তাল পরিস্থিতিতেই শহরে পা রাখলেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)।

বুধবার বেলায় মুম্বই থেকে প্রতিবাদে শহরে উড়ে এসেছেন মাধুরী। কলকাতার সরকারি কলেজের ঘটনা নাড়িয়ে দিয়েছে বলিউডকেও। আর জি কর ইস্যু (RG Kar Incident) এখন আর বাংলার একার নয়! প্রতিবাদ, নিন্দায় সরব গোটা দেশ। বাংলার আন্দোলন পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মহলেও। দেশে নারী নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কলকাতার ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বারো বছর আগে দিল্লির নির্ভয়া প্রসঙ্গও টেনেছেন করিনা কাপুর, আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, আয়ুষ্মান খুরানা থেকে হৃতিক রোশনের মতো তারকারা। এমতাবস্থায় আচমকাই কেন প্রতিবাদী কলকাতায় পা রাখলেন মাধুরী? এমন কৌতূহল অস্বাভাবিক নয়।

Advertisement

[আরও পড়ুন: ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে আচমকাই মুম্বইয়ে অনুষ্কা শর্মা! বিরাট কোথায়?]

জানা গিয়েছে, এক অনুষ্ঠানের ‘মুখ’ হিসেবেই কলকাতায় এসেছেন বলিউডের ‘ধক ধক গার্ল’। উল্লেখ্য, প্রতিবাদ শহর কিন্তু সরব হওয়ার পাশাপাশি কাজ থামিয়ে রাখেনি। অফিস সেরে ব্যস্ত শিডিউলেও পথে নামছেন সকলে। পুজোর আগে সেরকমই কোনও এক অনুষ্ঠানে যোগ দিতে মাধুরী কলকাতায় পা রেখেছেন বলে জানা গিয়েছে। বুধবার কলকাতা বিমানবন্দরের তিন নম্বর গেট থেকে বেরতে দেখা গেল মাধুরী দীক্ষিতকে। ভাইরাল হওয়া ভিডিওতে মাধুরীকে দেখা গেল হলুদ শার্ট আর সাদা জিন্সে। চোখে রোদচশমা। কড়া নিরাপত্তা বেষ্টনীতেই বিমানবন্দর চত্বর ছাড়লেন বলিউড অভিনেত্রী।

[আরও পড়ুন: প্রতিবাদে হাসি কেন? প্রশ্ন উঠতেই স্বস্তিকার পালটা, ‘পিরিয়ড হলে…’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement