Advertisement
Advertisement

Breaking News

Madhumita Sarcar

মধুমিতাকে অশিক্ষিত বলে কটাক্ষ! পালটা ঋদ্ধির মা ‘রেশমি আন্টি’কে টেনে কড়া কথা নায়িকার

ঋদ্ধিকে পালটা জবাব দেওয়ার পাশাপাশি তাঁর পোস্টের বানান ভুলও ধরিয়ে দিলেন।

Madhumita Sarcar slams back Riddhi sen for Independence day post row
Published by: Sandipta Bhanja
  • Posted:August 15, 2024 8:33 pm
  • Updated:August 15, 2024 8:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে মহাবিপাকে পড়েছেন মধুমিতা সরকার! অভিনেত্রীর পোস্টের ক্যাপশনে ‘ভারতবর্শ’ এবং ‘দিবেস’ এই দুটি বানান ভুল দেখেই রে-রে করে ওঠে নেটপাড়ার একাংশ। সেই আবহেই মধুমিতার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে মারাত্মক কটাক্ষ করেন ঋদ্ধি সেন। সোশাল পাড়ায় বাংলা সিনেইন্ডাস্ট্রির দুই সতীর্থর সেই বাকবিতণ্ডা বর্তমানে চর্চার শিরোনামে। এবার মধুমিতা ঋদ্ধিকে পালটা জবাব দেওয়ার পাশাপাশি তাঁর পোস্টের বানান ভুলও ধরিয়ে দিলেন।

বুধবার রাতে যাদবপুরের রাত দখলের মিছিলে শামিল হয়েছিলেন মধুমিতা। তবে বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁর ফটোশুট দেখে ভ্রু বাঁকাতে ছাড়েনি নেটিজেনদের একাংশ। তাঁদের কথায়, আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ, খুন কাণ্ডে যেখানে গোটা রাজ্য উত্তাল। বাংলার আন্দোলন ছড়িয়েছে বাইরেও। যেখানে মহিলাদের নিরাপত্তা, সুরক্ষা না থাকার কারণে ৭৮তম স্বাধীনতা দিবসকে ‘কালো’ দিন বলে দাবি করছেন অনেকে, সেই পরিস্থিতিতে নায়িকার এমন ফটোশুট! সেই আবহেই আবার মোক্ষম ভুল বানান নিয়ে ব্যকরণ বোঝাতে বসে নেটপাড়ার একাংশ। ঋদ্ধি তোপ দেগে বলেছিলেন, “ভারতবর্ষ বানান লিখতে জানে? ঘেন্না ধরে গেল। ন্যূনতম লজ্জা, শিক্ষা আর বোধ মুছে গেছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্যে থেকে। রক্তে মাখা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পেরিয়ে আজ ৭৮তম বছরে পৌঁছেও রক্তের দাগ মুছে ফেলা যাচ্ছে না। যে রাজ্যে এক ডাক্তারের সাদা পোশাক ভেসে গেলো রক্তে সেই রাজ্যে এদের মতো অশিক্ষিত ব্যক্তি সাদা পোশাক পরে ওড়না উড়িয়ে দন্ত বিকশিত করে ভুল বানানে স্বাধীনতা দিবস পালন করার অভিনয় করছে। এরা কোনও দিনই শিল্পী ছিল না। ছিল না অভিনেতা। অভিনয় শিল্পর সঙ্গে যুক্ত থাকতে গেলে সবার আগে প্রয়োজন সামাজিক সংযোগ, প্রয়োজন শিক্ষা।” এবার পালটা দিলেন মধুমিতা সরকার।

Advertisement

ঋদ্ধি সেন যদিও সোশাল মিডিয়া থেকে তাঁর পোস্ট সরিয়ে নিয়েছেন, তবে স্ক্রিনশট আপাতত ভাইরাল! সেই ছবি শেয়ার করেই মধুমিতার মন্তব্য, “ওঁর মনে হয় ও আমাকে চেনে। এটা ওঁর ভাবনা। আমি স্তম্ভিত! একটা পোস্টের ক্যাপশনে দুটো বানান টাইপিংয়ের ভুল দেখেই আমাকে কী করে চিনে গেল?” এরপরই ঋদ্ধির মা তথা অভিনেত্রী রেশমি সেনের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, “ঋদ্ধি, আমি আপনার শিক্ষা নিয়ে কোনও প্রশ্ন তুলব না। কারণ আমি আপনার মা-বাবাকে ভীষণ শ্রদ্ধা করি। আর রেশমি আন্টিকে ভীষণ ভালোবাসি। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে উনি আমার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। আপনার শিক্ষা নিয়ে কথা বললে আপনার পারিবারিক শিক্ষার উপর প্রশ্ন ওঠে। আমি যত দূর গিয়েছেন, আমি ততটাও যেতে চাই না।” ঋদ্ধির লেখা পোস্টে- “প্রণাম, সংগৃহীত এবং মাতৃভূমি বানানটা ঠিক করতে বলে মধুমিতার প্রশ্ন, আমি না হয় অশিক্ষিত, তা সে কত শিক্ষিত?” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement