Advertisement
Advertisement
Los Angeles Wildfires

‘জন্মে দেখিনি এমন বিধ্বংসী আগুন’, প্রাণ বাঁচিয়ে দেশে ফিরতে মরিয়া নোরা ফতেহি

প্রাণ হাতে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে পৌঁছলেন নোরা ফতেহি।

Los Angeles Wildfires: Nora Fatehi Evacuates With Her Team As the wildfire Escalate
Published by: Sandipta Bhanja
  • Posted:January 9, 2025 5:38 pm
  • Updated:January 9, 2025 7:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দাবানলে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলস। আগুন ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে। প্রকৃতির রুদ্ররোষে ইতিমধ্যেই পুড়ে খাক হাজার খানেক বাড়ি। সেখানেই আটকে পড়েছিলেন নোরা ফতেহি (Nora Fatehi)। দাবানলের গ্রাস থেকে প্রাণ হাতে কোনওরকমে লস অ্যাঞ্জেলস (Los Angeles) বিমানবন্দরে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী। সেখান থেকেই আতঙ্কিত নোরা জানালেন, জীবনে কোনওদিন এহেন বিধ্বংসী আগুন দেখেননি তিনি।

সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নোরা জানালেন তিনি এবং তাঁর টিমের সকলে লস অ্যাঞ্জেলস থেকে কোনওরকমে বেরিয়ে বিমানবন্দরে পৌঁছেছেন। সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলিউড অভিনেত্রীর মন্তব্য, “বিধ্বংসী দাবানলে লস অ্যাঞ্জেলসের পরিস্থিতি মারাত্মক। জীবনে কোনওদিন এরকম পরিস্থিতির মধ্যে পড়িনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৎক্ষণাৎ হোটেল থেকে আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যাই। নিকটবর্তী এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়েই একটু বিশ্রাম নেব। আজকেই ভারতগামী বিমান রয়েছে। আশা করি, সেই উড়ান অন্তত ধরতে পারব। সেটা বাতিল হবে না।” চটজলদি ভিডিওতে নোরা জানালেন, “এখানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি, আপনাদের জানাতে থাকব। আশা করি, প্রত্যেকে নিরাপদে থাকবেন। আমি সত্যিই কোনওদিন এরকম ভয়ানক পরিস্থিতির সাক্ষী থাকিনি।” লস অ্যাঞ্জেলস থেকে দেশে ফিরতে মরিয়া নোরা ফতেহি।

Advertisement

অভিনেত্রীর এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবে হোক তাঁকে নিরাপদে দেশে ফেরার পরামর্শ দিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলসে জারি রয়েছে জরুরি অবস্থা। এই বিধ্বংসী আগুন নেভানোর জন্য কাজে ফেরানো হচ্ছে অবসরপ্রাপ্ত দমকলকর্মীদেরও। পাহাড়ি অঞ্চল থেকে আগুন ছড়াচ্ছে শহুরে এলাকাতেও। তাই জোর কদমে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে লোকজনদের সরানো হচ্ছে। আহতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। জখম বহু দমকলকর্মী ও উদ্ধারকারী। প্রাণভয়ে প্রায় লক্ষাধিক মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। এমতাবস্থাতেই সেখানে আটকে পড়েছিলেন নোরা ফতেহি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement