Advertisement
Advertisement
Kim Kardashian

আম্বানির পার্টিতে গণেশ মূর্তি জড়িয়ে ছবি তুললেন কিম কার্দাশিয়ান, নেটপাড়া জুড়ে তুমুল বিতর্ক

অনন্ত আম্বানির বিয়ের ডকুমেন্টারি করে নিজের শোয়ে দেখাবেন কিম।

Kim Kardashian gets slammed for using Ganesha Idol as a 'prop' in new photos
Published by: Akash Misra
  • Posted:July 16, 2024 8:21 pm
  • Updated:July 16, 2024 8:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে কখনও মুম্বইয়ের রাস্তায় অটোতে চড়েছেন, তো কখনও মন্দিরে গিয়ে আরতি করেছেন। ভারতীয় পোশাকে আম্বানিদের পার্টি মাতিয়েছেন গ্লোবাল স্টার কিম কার্দাশিয়ান। তবে কিম আম্বানিদের পার্টিতে এসে এমন কাণ্ড করে বসলেন, যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। নেটিজেনদের একাংশের দাবি, ভারতীয় সভ্যতা, সংস্কৃতিকে অপমান করেছেন কিম!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। কিম কার্দাশিয়ান আম্বানিদের বিয়েতে এসে গণেশের একটি মূর্তির মাথার উপর হাত রেখে ছবি তুলে সেটা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখেই সোশাল মিডিয়ায় হইচই শুরু হয়ে যায়। হিন্দু দেবতাকে নিয়ে এমন পোজ দেওয়ায় নেটিজেনদের একাংশ ধেয়ে আসে কিমের দিকে। শুধু কিম নয়, তাঁরা কটাক্ষ করেছেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানিকেও। অনেকের অভিযোগ, কিম হয়তো নাই জানতে পারে, মুকেশ ও নীতার বিষয়টা দেখা উচিত ছিল। তবে বিতর্কের কথা কানে আসতেই চটজলদি ছবি ডিলিট করে দেন কিম।

Advertisement
k
এই ছবি নিয়েই যত বিতর্ক।

[আরও পড়ুন: পরমব্রতর ফ্যান মোমেন্ট! কিংবদন্তি ওয়াসিম আক্রমের সঙ্গে দেখা, তার পর… ]

 

অনন্ত আম্বানির বিয়ের জন্য প্রাইভেট বিমানে করে মুম্বইতে উড়ে এসেছিলেন কার্দাশিয়ান সিস্টার্স। তাজ মহল হোটেলে দারুণভাবে স্বাগতও জানানো হয়েছে তাঁদের। ব্যস্ত শিডিউলের ফাঁকে মায়ানগরীতে পা রেখেই মেতে উঠেছিলেন তাঁরা। ভারতীয় সংস্কৃতি, রীতিনীতির প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন। জানা গিয়েছে, অনন্ত আম্বানির বিয়ের ডকুমেন্টারি করে নিজের শোয়ে দেখাবেন কিম। সঙ্গে নিজেদের গোটা স্টাইল টিমকেও এনেছেন ভারতে।

[আরও পড়ুন: অনন্ত-রাধিকার সন্তানের অপেক্ষা! শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী মন্তব্য সলমনের? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement