Advertisement
Advertisement

Breaking News

Preity Zinta

বিজেপির কথা শোনায় ১৮ কোটির ঋণ মকুব প্রীতি জিন্টার! তোপ কংগ্রেসের, পালটা দিলেন নায়িকাও

দাবি, পাল্টা দাবিতে সরগরম সোশাল মিডিয়া।

Kerala Congress reacts after Preity Zinta slams party over ₹18 crore loan claim
Published by: Biswadip Dey
  • Posted:February 25, 2025 5:31 pm
  • Updated:February 25, 2025 5:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্মুখ সমরে অভিনেত্রী প্রীতি জিন্টা ও কেরল কংগ্রেস। বলিউডের নায়িকার বিরুদ্ধে হাত শিবিরের অভিযোগ, তিনি নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টটি বিজেপিকে ব্যবহার করতে দেন। আর বিনিময়ে পদ্ম শিবির তাঁর ১৮ কোটি টাকা ঋণ মকুব করিয়ে দেয়। এমন অভিযোগে প্রচণ্ড ক্ষুব্ধ প্রীতি। নিজের এক্স হ্যান্ডলে এটা ‘ভুয়ো খবর’ বলে তোপ দেগেছেন তিনি। পালটা তাঁকে নিজের বক্তব্যের সাপেক্ষে প্রমাণ দাখিলের আর্জি কংগ্রেসের। সব মিলিয়ে দাবি-পালটা দাবিতে প্রীতি বনাম কংগ্রেস তরজা সকলের নজর কেড়েছে।

Advertisement

কেরল কংগ্রেস এক্স হ্যান্ডলে লিখেছে, ‘উনি ওঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বিজেপিকে দিয়ে দেন। এবং বিনিময়ে ১৮ কোটি টাকার ঋণ মকুব করিয়ে নেন। গত সপ্তাহে ব্যাঙ্কটির (নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্ক) পতন হয়েছে। গ্রাহকরা নিজেদের প্রাপ্য অর্থের দাবিতে রাস্তায় বসেছেন।’

এই দাবি উড়িয়ে প্রীতি লিখেছেন, ‘আমি আমার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট নিজেই নিয়ন্ত্রণ করি। আপনাদের লজ্জা হওয়া উচিত এমন ‘ফেক নিউজ’ ছড়াচ্ছেন! আমাকে কোনও ঋণ কেউ মকুব করে দেয়নি। আমি তো বিস্মিত যে একটি রাজনৈতিক দল ও তাদের প্রতিনিধিরা এমন ভুয়ো খবর ছড়াচ্ছে ও গসিপে উস্কানি দিচ্ছে। ক্লিক বেইট ছড়াচ্ছে আমার নাম-ছবি ব্যবহার করে!’

সেই সঙ্গেই প্রীতি পরিষ্কার করে দিয়েছেন, তিনি ঋণ নিয়েছিলেন ওই ব্যাঙ্ক থেকে। কিন্তু তা শোধও করে দিয়েছেন সময়মতো। দশ বছর আগে শোধ করে দেওয়া সেই ঋণ নিয়েই তাঁকে কংগ্রেস খোঁচা দিচ্ছে এবং মিথ্যে খবর রটাচ্ছে বলে তোপ দেগেছেন প্রীতি।

এদিকে প্রীতির এহেন পোস্টের পালটা দিয়েছে হাত শিবির। কেরল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘জেনে ভালো লাগছে আপনার অ্যাকাউন্ট আপনিই নিয়ন্ত্রণ করেন। বাকিদের মতো নন, যাঁরা তাঁদের অ্যাকাউন্ট ‘দুষ্টু’ আইটি সেলকে দিয়ে দিয়েছেন। বিষয়টা পরিষ্কার করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আমাদের ভুলটা স্বীকার করছি, যদি আদৌ কোনও দোষ আমরা করে থাকি। সংবাদমাধ্যম প্রকাশিত সংবাদই আমরা শেয়ার করেছ।’ তবে এর পাশাপাশি কংগ্রেসের দাবি, প্রীতি যেন নিজের বক্তব্যের সাপেক্ষে তথ্যপ্রমাণও দেখান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub