Advertisement
Advertisement

Breaking News

Katrina Kaif

অবসাদে ভুগছেন ক্যাটরিনা? অস্ট্রিয়ার ‘মেডিক্যাল হেলথ রিসর্টে’ শান্তির খোঁজে অভিনেত্রী

বলিউডের এমন 'নক্ষত্রের' কেন এই 'স্পেস' দরকার হচ্ছে? চর্চার অন্ত নেই বিটাউনে!

Katrina Kaif shares pics, experience from medical health resort in Austria

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:July 25, 2024 8:42 pm
  • Updated:July 25, 2024 8:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) মাসখানেক ধরেই ক্যামেরার অন্তরালে থাকা পছন্দ করছেন। স্ত্রীয়ের গরহাজিরা নিয়ে আম্বানিদের রেড কার্পেটে পাপারাজ্জিদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল ভিকি কৌশলকেও। যদিও পরে জুটিতে ধরা দেন তাঁরা। তবে এটা স্পষ্ট যে স্বামী ভিকি যখন একের পর এক কাজ নিয়ে ব্যস্ত, তখন ক্যাটরিনা কাইফ মাঝেমধ্যেই বিদেশে উড়ে যাচ্ছেন নিভৃতে, নির্জনে থাকতে। কিন্তু বলিউডের এমন নক্ষত্রের কেন এই ‘স্পেস’ দরকার হচ্ছে? কানাঘুষোর কিন্তু অন্ত নেই বিটাউনে! কান পাতলে শোনা যাচ্ছে, আড়াই বছরের দাম্পত্যে নাকি ক্য়াটরিনা এবার একটু নিজের মতো করে কাটাতে চাইছেন।

সম্প্রতি জার্মানির নৈঃসর্গিক প্রকৃতির মাঝে ছবি শেয়ার করে সকলকে সুপ্রভাত জানিয়েছিলেন। তখন ভিকি কৌশল ভারতের বিভিন্ন শহরে ‘ব্যাড নিউজ’ প্রোমোশনে ব্যস্ত। সেই সিনেমায় তৃপ্তি দিমরির সঙ্গে তাঁর মাখো মাখো রসায়ন দেখে যখন ‘তওবা তওবা’ করছে নেটপাড়া, তখন ক্যাটরিনা লাইমলাইট থেকে বহুদূরে, নিজের মতো করে সময় কাটানোর ঝলক দেখালেন অস্ট্রিয়া থেকে। এক মাস আগেই ভিকির সঙ্গে ইউরোপ ট্যুরে ছিলেন ক্য়াটরিনা। তখনই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সরগরম হয় নেটপাড়া। এবার স্বামী যখন ‘ব্যাড নিউজ’-এর সাফল্যে মত্ত, তখন ক্যাটরিনার সোশাল মিডিয়ায় দেখা গেল অস্ট্রিয়ার এক বিশেষ ‘মেডিক্যাল হেলথ রিসর্ট’-এর একগুচ্ছ ছবি। শান্তির খোঁজেই যে তিনি সেই রিসর্টমুখো হয়েছিলেন, অভিনেত্রীর লেখা ক্যাপশনেই সেটা স্পষ্ট।

Advertisement

[আরও পড়ুন: বিয়ে ভাঙছে ঋষি কৌশিকের! ‘পুরুষদেরও কষ্ট হয়’, ফেসবুক লাইভে দাম্পত্য যন্ত্রণার কথা]

ক্যাটরিনার পোস্টে দেখা গেল, কখনও জঙ্গলের মাঝে বেঞ্চে একাই বসে প্রকৃতি উপভোগ করছেন তিনি, আবার কখনও বা তাঁর পোস্টে জ্বলজ্বল করছে সেখানকার হালকা ডায়েট। অভিনেত্রী লিখেছেন, “থাকার দারুণ পরিবেশ। জীবন যেন এখানে থেমে গিয়ে এক শান্তির পথে প্রবেশ করে। লেকের চারদিকে, জঙ্গলের মাঝে নিভৃতে হেঁটে বেড়ানোর সেই দারুণ অভিজ্ঞতা শব্দে বর্ণনা করার মতো নয়। এখানকার কর্মীদের উষ্ণ অভ্যর্থনা এককথায় অসাধারণ। সেই সঙ্গে অসংখ্য অভিজ্ঞ থেরাপিস্টদের যত্ন। আবারও আসব এখানে। দারুণ সময় কাটালাম।” এবার প্রশ্ন, ক্যাটরিনা এখানে কবে গিয়েছিলেন? সেই সময়কাল তিনি উল্লেখ করেননি। তবে মনে করা হচ্ছে, সম্প্রতি একাই অস্ট্রিয়ার সেই বিশেষ রিসর্টে থেকে এসেছেন অভিনেত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

[আরও পড়ুন: ‘পরিচালক নয়, অন্য কোনও পদে কাজ করুক রাহুল’, সম্মিলিত মত ডিরেক্টর্স গিল্ডের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement