সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কে সৎ মা হলেও সইফ আলি খানের প্রথম দুই পক্ষের সন্তানের সঙ্গে দারুণ সম্পর্ক করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan)। যে কোনও উৎসব অনুষ্ঠানে নবাব বাড়ির সকলের সঙ্গে একফ্রমে ‘বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি’ হিসেবে ধরা দেন সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। সারা-ইব্রাহিমের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক করিনার। এবার সৎ ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে বিরাট সার্টিফিকেট দিলেন বেবো।
সইফ-করিনার দুই সন্তান রয়েছেন। জেহ এবং তৈমুর। পতৌদি পরিবারের বর্তমান প্রজন্মের ‘সবেধন নীলমণি’ দিদি তাঁদের সারা। ইব্রাহিমকেও (Ibrahim Ali Khan) বড় দাদার মতোই মেনে চলে দুই খুদে। তাই পরিবারের বড় ছেলের জন্মদিনে সৎ মায়ের তরফে এল দারুণ শুভেচ্ছাবার্তা। ইব্রাহিম আলি খানের সুদর্শন এক ছবি শেয়ার করে বেবোর মন্তব্য, “শুভ জন্মদিন সেরা ইব্রাহিম। তোমাকে রুপোলি পর্দায় দেখার জন্য আমার তর আর সইছে না।” করিনার ইনস্টা স্টোরি থেকে সেই পোস্ট বর্তমানে চর্চার শিরোনামে।
সদ্য জানুয়ারি মাসে সইফের উপর হামলার ঘটনা ঘটেছে। সেসময় বাবাকে দেখতে মাঝরাতে ছুটে গিয়েছিলেন ইব্রাহিম আলি খান। হাসপাতালেও অনেকটা সময় কাটিয়েছেন ‘আব্বু’র সঙ্গে। উল্লেখ্য, খুব শিগগিরিই খুশি কাপুরের বিপরীতে ‘নাদানিয়া’ ছবির সুবাদে বলিউডে ‘নায়ক’ হিসেবে ডেবিউ করতে চলেছেন সইফ-অমৃতার ছেলে ইব্রাহিম আলি খান। তাঁর চেহারার গড়ন, মুখের আদল নিয়েও বলিউডে চর্চার অন্ত নেই। সকলের কথায়, ইব্রাহিম যেন হুবহু সইফের কাঁচা বয়সের মতো দেখতে। বলিউডে পা রাখার আগে থেকেই তাঁর মহিলা অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়!
সিনেইন্ডাস্ট্রিতে অভিষেকের আগেই একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন সইফ আলি খান পুত্র ইব্রাহিম আলি খান। সৌজন্যে তাঁর ‘প্রেম প্রেম বাতিক’! নানা সময়ে নানা মহিলার সঙ্গে নাম জুড়েছে ইব্রাহিমের। বলিপাড়ার কান পাতলেই শোনা যায় ইব্রাহিমের রঙিন ডেটিংয়ের গল্প। কখনও খুশি কাপুরের সঙ্গে নাম জড়িয়েছে, আবারও কখনও কোনও রহস্যময়ী নারী। মাসখানেক ধরেই আবার পালক তিওয়ারির সঙ্গে ইতিউতি দেখা যাচ্ছে তাঁকে। রবিনা ট্যান্ডনের মেয়ে রাসা থাড়ানির সঙ্গেও তাঁর দারুণ বন্ধুত্ব। তবে ইব্রাহিমের মনের গোচরে কে রয়েছেন? সেই উত্তর লুকিয়ে সময়ের গর্ভেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.