Advertisement
Advertisement
Kapil Sharma

‘জওয়ান’ পরিচালক অ্যাটলির চেহারা নিয়ে খোঁটা! ফের বিপাকে কপিল শর্মা

গত নভেম্বর মাসে রবিঠাকুরের গান নিয়ে ব্যঙ্গ করায় বিপাকে পড়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও স্ট্যান্ড আপ কমেডিয়ান কপিল শর্মা।

Kapil Sharma Breaks Silence About 'Insulting' Atlee
Published by: Akash Misra
  • Posted:December 17, 2024 4:05 pm
  • Updated:December 17, 2024 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত নভেম্বর মাসে রবিঠাকুরের গান নিয়ে ব্যঙ্গ করায় বিপাকে পড়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও স্ট্যান্ড আপ কমেডিয়ান কপিল শর্মা। এমনকী, কপিলের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছিলেন শ্রীজাত। পরে অবশ্য কপিলের ক্ষমা চাওয়ায়, বিতর্কে ইতি পরে। তবে দেখুন, সেই ঘটনার একমাস না কাটতেই ফের বিপাকে পড়লেন কপিল শর্মা। এবার জওয়ান ছবির পরিচালক অ্যাটলির চেহারা নিয়ে ঠাট্টা করে রীতিমতো রোষের মুখে পড়লেন কপিল (Kapil Sharma)। সোশাল মিডিয়ায় কপিলের বক্তব্য নিয়ে তোলপাড়।

তা ঠিক কী বলেছেন কপিল?

কয়েকদিন আগেই কপিল শর্মা শোয়ে হাজির হয়েছিলেন পরিচালক অ্যাটলি। তাঁর নতুন ছবি ‘বেবি জন’-এর প্রচারেই শোয়ে এসেছিলেন। সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ানও। ছবির টিমের সামনেই কপিল হঠাৎই অ্য়াটলিকে প্রশ্ন করে বসেন, ”আপনি যখন কোনও স্টারের সঙ্গে কথা বলতে যান, তখন তাঁরা বুঝতে পারে আপনি যে পরিচালক!’

কপিলের এই মন্তব্যের নেপথ্যে অনেকেই অপমান খুঁজে পেয়েছেন। নেটিজেনদের মতে, অ্যাটলির চেহারাকেই কটাক্ষ করেছেন কপিল।

তবে এই নিয়ে বিতর্ক বাড়লে কপিল চুপ করে থাকেননি। সম্প্রতি টুইটারে এক নেটিজেনকে জবাব দিতে গিয়ে অ্যাটলি বলেন, ”আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা না করাই ভালো। আমি কখনই অ্যাটলির চেহারা নিয়ে কথা বলিনি। অ্যাটলি এত ইয়ং পরিচালক, সেই অর্থেই মন্তব্য করেছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement