Advertisement
Advertisement
Kangana Ranaut

বিজেপির প্রার্থী হয়েই ৩ কোটির গাড়ি কিনলেন কঙ্গনা, ‘হা’ করে দেখল মুম্বই

দু-দুটো মার্সিডিজের মালকিন কঙ্গনা রানাউত।

Kangana Ranaut gifts herself a second Mercedes after joining politics
Published by: Sandipta Bhanja
  • Posted:April 8, 2024 10:23 am
  • Updated:April 8, 2024 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতিতে নেমেই নিজেকে নতুন গাড়ি উপহার দিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তাও আবার যে সে গাড়ি নয়! বিলাসবহুল নতুন মডেলের মার্সিডিজ কিনে ফেললেন বিজেপির তারকা প্রার্থী। রবিবার রাতে মুম্বইয়ের রাস্তায় নতুন গাড়ি নিয়ে বেরতেই বলিউড ‘ক্যুইন’-এর চারদিকে ফ্ল্যাশলাইটের ভিড়। কঙ্গনা নিজেই ছিলেন চালকের আসনে। সেই ছবি ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ফটোশিকারিরা। যা কিনা আপাতত সোশাল মিডিয়ার চর্চায়।

কঙ্গনা রানাউত আগেও মার্সিডিজ S680 গাড়ির মালকিন ছিলেন। এবার ফের একবার সেই কোম্পানিরই নতুন মডেল মার্সিডিজ-মেব্যাচ জিএলএস কিনলেন। যার বাজারদর এই মুহূর্তে মুম্বইতে প্রায় ২.৯৬ থেকে ৩ কোটি টাকা। আগের গাড়িটি অবশ্য এর থেকেও দামি ছিল। মার্সিডিজ S680 গাড়ির বর্তমান মূল্য ৩.৬ কোটি টাকা। সেই গাড়ির বদলেই এবার তুলনামূলক কম দামের মার্সিডিজ কিনলেন কিনা, তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর মানলে, এটি কঙ্গনা রানাউতের গাড়ির কালেকশনে দ্বিতীয় মার্সিডিজ। সেই নতুন গাড়ি নিয়েই সপ্তাহান্তে স্যালোঁ থেকে বেরতে দেখা যায় হিমাচল প্রদেশের মাণ্ডির তারকা পদ্মপ্রার্থীকে। ‘ক্যুইন’-এর নতুন কালেকশন বর্তমানে বিটাউনের চর্চায়।

Advertisement

[আরও পড়ুন: গনগনে গরমে ৪৬ কিমি খালি পায়ে হেঁটে শিবের পুজো উর্বশীর! পন্থের ধ্যানভঙ্গ হবে?]

রাজনীতির ময়দানে নবাগতা হলেও কথাবার্তায় কিংবা বডি ল্যাঙ্গুয়েজে, কোনও অংশে যে একজন নেত্রীর তুলনায় কম নন, সেটা ভোট প্রচারের মাঠে ঝাঁজেই বুঝিয়ে দিচ্ছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কখনও তাঁর কণ্ঠে নারীশক্তির উন্নয়ন, আবার কখনও বা স্বামী বিবেকানন্দর কথা। গেরুয়া শিবিরের প্রার্থীপদ পেতেই কোমর বেঁধে নেমে পড়েছেন। মাণ্ডির বিভিন্ন প্রান্তে অভিনেত্রীর ব্লকবাস্টার প্রচার দেখা যাচ্ছে। চিরাচরিত প্রচার কৌশলীকে ইতিমধ্যেই রপ্ত করে ফেলেছেন বলিউডের ‘ক্যুইন’। কখনও চা বানাচ্ছেন তো আবার কখনও মাটিতে বসে ভাত খাচ্ছেন।

বক্স অফিসে বছরখানেক ধরেই মন্দা বাজার যাচ্ছে কঙ্গনা রানাউতের। হিটের মুখ দেখেননি বহুদিন হল! তবে ফিল্মিবাজারের ‘ফ্লপ পিচ’ থেকে রাজনৈতিক ময়দানে উত্তরণ হতেই যেন ফের রণংদেহি মেজাজে পর্দার ‘মণিকর্নিকা’। পয়লা ভোটপ্রচারেই জানিয়ে দিলেন যে, জিতলে কিংবা জনতা চাইলে তিনি পূর্ণসময়ের রাজনীতিক হবেন এবং মাণ্ডির মানুষের মঙ্গলসাধনে ব্রতী হবেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এদিকে ভোট মিটলেই ফের বক্স অফিসে কঙ্গনা রানাউতের ভাগ্যপরীক্ষা। চলতি বছরের জুন মাসের ১৪ তারিখ রিলিজ করবে অভিনেত্রীর ‘এমার্জেন্সি’। যে ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এছাড়াও আর মাধবনের সঙ্গে জুটি বেঁধে একটি সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে আসছেন অভিনেত্রী।

[আরও পড়ুন: ভরদুপুরে শুটিংয়ে ‘রাম’ খেয়ে নেশায় বুঁদ শাহরুখ! বাদশার মদ্যপানের ‘কীর্তি’ ফাঁস সহকর্মীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement